![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ মানেই আনন্দ আর আনন্দ মানেই জাতিয়
কবি কাজী নজরুল ইসলামের রচিত সেই কালজয়ী গান ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
চলুন আজ আবার ঈদের আনন্দে আমরাও প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত এবং প্রিয় শিল্পী আব্বাস উদ্দিন আহমদের কন্ঠে গাওয়া সেই গানটি নিজেদের কন্ঠে একবার করে গলামিলাই আর পারলে গানের অর্থ বুঝি ।
গানের কথাঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মানেই আনন্দ আর আনন্দ মানেই জাতিয়
কবি কাজী নজরুল ইসলামের রচিত সেই কালজয়ী গান ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৬
কালের সময় বলেছেন: ঈদমুবারক
২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
বাড্ডা ঢাকা বলেছেন: ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মানেই আনন্দ আর আনন্দ মানেই জাতিয়
কবি কাজী নজরুল ইসলামের রচিত সেই কালজয়ী গান ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫২
কালের সময় বলেছেন: ধন্যবাদ ঈদ মোবারক
৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক।
২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫২
কালের সময় বলেছেন: ঈদ মোবারক ভাই
৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৬
মামুন ইসলাম বলেছেন: ঈদ মুবারক
২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫১
কালের সময় বলেছেন: ঈদ মুবারক মামুন ভাই
৫| ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫
সুমন কর বলেছেন: ঈদ মোবারক !
২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫০
কালের সময় বলেছেন: ঈদমুবারক সুমন ভাই । একটু দেরী হয়ে গেল ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩
কালের সময় বলেছেন: সকলকে ঈদমুবারক