![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভবপুর সংসারে আমি এক কুলঙ্গার
যার বুকে এই জগৎসংসারে সকল দুখীর জন্য করে আহাকার
মাগো বহু যত্নে রেখছো দশ মাস দশ দিন
তোমার গর্ভে ভেতরে,
রাখনি মাটিতে পিপড়ায় খাবে বলে,
রাখনি মাথায় উকুন ধরবে বলে,
অথচ আজ আমি যাচ্ছি চলে,
কেও পারলো না ফেরাতে,
ঠিক সেইখানে, আগে ছিলাম আমি যেখানে,
সেই গভীর স্থলে ।
এসেছিলাম উলঙ্গ হয়ে, যাচ্ছিও উলঙ্গ হয়ে,
কি কাহার তরে,
কি লাভ হলো এ জগৎ মায়ার তরে ?
কি লাভ হলো থেকে মিথ্যে ধন দৌলতে মায়ার ঘরে ?
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩২
কালের সময় বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই ।
২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩১
আরণ্যক রাখাল বলেছেন: ওহ! এখুনি চলে যাচ্ছেন। আচ্ছা আপনার জানাজায় যাবো!
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৩
কালের সময় বলেছেন: হ হ ভাই পেলে খবর
আইসা দিয়া যাইয়েন কবর ।
৩| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: হঠাৎ, এত দুঃখ কেন !!
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭
কালের সময় বলেছেন: সুমন ভাই দুঃখের কি আর সময় আছে যখন তখন আইসা গারে বইসা পড়ে ।
তা ঈদ কেমন কাঁটলো ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩০
আমি মিন্টু বলেছেন: ভাল লাগল বাস্তব কবতা প্লাস ।