![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিকয়ই আছে লোভে পাপ আর পাপে মৃত্যু বলে একটি শ্লোগান আছে কিন্ত অথচ এই কথাটা সহজে আমরা অনেকে বিশ্বাস করি না । কিন্ত আমি রবি মামার নেটওয়ার্কে হয়রানী হয়ে এ কথা এখন বিশ্বাস করি । এত দিন শুনেছি গ্রামীন শুধু মানুষের সাথে পোতারনা করে ।
তাই গ্রামীন মডেম থাকা সর্তেও আমি গ্রামীন নেট অ্যাকটিব করলাম না । করলাম একটেল ওরফে রবি মামাকে তার যে নতুন সিস্টেমে ৩০টাকা দামের কাড আছে তা দিয়ে । মনে মনে ভাবলাম ত্রিশটাকায় ১৫০ এমবি তিনদিন মেয়াদ । আমার অবশ্য ১৫০ এমবি তিনদিন প্রয়োজন নেই । আমার এই ১৫০ এমবি দিয়ে সামু ও ফেসবুকে দুইদিন ইউজ করতে পারলেই চললো । তা রবির নেটওয়ার্ক এত সুন্দর আর স্প্রিটের কথা কি বলবোরে ভাই এত স্প্রীটের কারনে এক ক্লিক করলে সেই সাইটে ঢুকতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগে । আর কত দুই নম্বরি করবে মোবাইল কম্পানী গুলো ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
কালের সময় বলেছেন: হ ভাই ভালো বলেছেন সহমত ।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫
মনুমনু বলেছেন: মিজভী বাপ্পা বলেছেন:এর থেকে বাংলালিংক মধ্যম মানের আছে আর কি
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
কালের সময় বলেছেন: হয় তাইতো মনে হচ্ছে ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৫
বাড্ডা ঢাকা বলেছেন: এরা সব রসুনের গোড়া একজায়গায় ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
কালের সময় বলেছেন: ঠিকয়ই কইছেন ।
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা রবির নেটওয়ার্ক এত সুন্দর আর স্প্রিটের কথা কি বলবোরে ভাই এত স্প্রীটের কারনে এক ক্লিক করলে সেই সাইটে ঢুকতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগে
হা হা হা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
কালের সময় বলেছেন: আর কইয়েন না ভাই আসলে এদের নেট শক্তি দেইখা হাসা ছাড়া কোন উপাই নাই ।
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১
হামিদ আহসান বলেছেন: এইটা অাপন শক্তি
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
কালের সময় বলেছেন: কি আর করার ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
মিজভী বাপ্পা বলেছেন: আর বলিয়েন না সবথেকে ফালতু সার্ভিস এই কোম্পানীর। একে বারে বাজে যেমন ফালতু কলরেট তেমনি নেটওয়ার্ক অবস্থা
এর থেকে বাংলালিংক মধ্যম মানের আছে আর কি
তবে সবই একই পালের গরু রে ভাই 