|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি আর করার আছে ব্লগাররা যখন নাস্তিক তখন ব্লগীং করা বন্ধ করে দিলাম ।
আর আপনাগোও একটা সহজ পরামর্শ দেই সামুর  ব্লগের নাম চেন্জ করে সামহোয়্যারইন বাংলা ব্লগের পরিবর্তে
সামহোয়্যারইন গল্প কবিতা সাহিত্যের ঘর রাখুন । তাতে যদি কোন কুচক্রের নজর থাকে ব্লগের ওপরে তাহলে তা কেঁটে যাবে । 
 শুধু সামহোয়্যারইন ব্লগই নয় বাংলাদেশের সকল ব্লগ প্লটফরমের অ্যাডমিদের বলি আপনেরাও আপনাদের নাম গুলো থুক্কু আপনেগো না আপনাগো ব্লগের নাম চেন্জ করে ফেলুন । আমি আবার ভীষন ভীতু ভাই আমার খুব ভয় লাগে কখন না আবার
এই নাস্তিক আস্তিকের চাপাতি আর নাস্তিক দের গুলি খেতে হয় । তাই আগে থেকেই ব্লগীং ছেড়ে দিলাম । আমি আর ব্লগারের দলে নাই । 
 ২৪ টি
    	২৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৮
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৮
কালের সময় বলেছেন: কি আর করার রফিক ভাই ভালো হোক আর খারপ হোক সকল তথ্য সহ দেশের অনেক উপকারী 
কাজেই কিন্তু আমরা ব্লগার এগীয়ে আছি । তার পরেও শুধু বলে ব্লগাররা নাস্তিক আর আস্তিক আর
এই নাস্তিক আস্তিকের উপাধি নিয়ে মরতে হচ্ছে  হয়ত চাপাতির কোপে  নয়ত পুলিশের হাতে । 
তাই এ সিদ্ধান্ত । তার পরেও পরিস্থিতি বুঝে সম্ভব হলে আবার লেখার চিন্তা করবো । ভালো থেকেন রফিক ভাই । 
শুভ বিদায় ।
২|  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩২
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩২
প লা শ বলেছেন: "সামহোয়্যারইন গল্প কবিতা সাহিত্যের ঘর"... 
...জলিয়  ভাববাচচে বলবেন তো ঠিক আছে,  
no solid conviction or analysis please।
  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৬
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৬
কালের সময় বলেছেন: হুম দেখি কি করা যায় ।
  ০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০২
০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০২
কালের সময় বলেছেন: আপনার শেষের লাইনের কথার অর্থ যদি  "কোন কঠিন দোষী সাব্যস্ত এবং বিশ্লেষণ করুন" এরকম কিছু হয় 
তাহলে আমার মনে হয় বা আমি যা বুঝি আমার থেকে আপনিই ভালো বিশ্লেষন দিতে পারবেন । 
এবং ব্লগে কিছু নীক আছে যাদের মন্তব্য দেখলেই বোঝা যায় তারা আসলে সুস্থ কোন ব্লগীং করতে আসেনি তারা 
এসেছে শুধু ক্যাচাল করতে । ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যটির জন্য । শুভ বিদায় ।
৩|  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া ব্লগিং ছেড়ে দেবে?
  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৯
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৯
কালের সময় বলেছেন: সরি আপুমনি কি করমু বুঝতেই পারছেন আসলে গত কয়েক মাসে একের পর এক লেখকদের খুন হতে দেখে 
আজ কদিন থেকে আমার ভীষন ইয়া বড় ভয় লাগচ্ছে । যদিও আমি কোন ধর্ম বা রাজনীতি নিয়ে লেখী না । 
তার পরেও আমার কেন এত ভয় আপু । এক ব্লগার আরেক ব্লগারে ভাই বা বোন বলে । সকলে মিলে একই জায়গায় 
লেখালেখীর কাজ করি বলে । ধন্যবাদ আপু শুভ বিদায় ।
৪|  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
ডার্ক ম্যান বলেছেন: তাহলে আপনি কাদের দলে?
  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫১
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫১
কালের সময় বলেছেন: আমি এখন শুধু নীরব পাঠকের দলে ভাই । 
ভালো থেকেন । শুভ বিদায় ।
৫|  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪১
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
Good job!
  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া এখনো কিছুই শিখিনি তবে আপনাদের কাছে আমার কিছু শেখার খুব ইচ্ছে ছিল ।
কিন্তু তা আর হল না ।  
  
শুভ বিদায় ভাইয়া ভালো থেকেন ।
৬|  ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
তপ্ত সীসা বলেছেন: সাব্বাস! হ্যাডম দেইখা ফিদা হইলাম ভায়া। তুমি ৭১ এ যুদ্ধে যাইতানা, ভারতে লঙ্গরখানায় একপেটা খাইয়া বাচতা কুত্তার মত। ধুইকা ধুইকা বাচনের চেয়ে মরন ভালু। তুমি দুরে গিয়া মর।
৭|  ০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০৩
০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০৩
প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমিও ব্লগিং ছেড়ে দিব, বিশ্বাস করেন আমিও ছেড়ে দিব।
শুধু একটা লিখিত গ্যারান্টি দিতে হবে।
গ্যারান্টি টা হচ্ছে - ব্লগিং না করলে আমি বেঁচে থাকতে পারব, অনন্তকাল।
আমিও ধর্ম বা রাজনীতি নিয়ে ব্লগিং করি না, তবুও আমি আপনার দলে চলে আসব। শুধু ঐ গ্যারান্টিটার অপেক্ষা।
বেঁচে থাকুন ভাই, অনন্তকাল বেঁচে থাকুন।
  ২৯ শে আগস্ট, ২০১৫  রাত ১০:০৫
২৯ শে আগস্ট, ২০১৫  রাত ১০:০৫
কালের সময় বলেছেন: দুঃখীতো প্রিয় প্লাবন২০০৩ ভাই শুধু একটা লিখিত গ্যারান্টি দিতে পারলাম না বলে আবার আপনাদের দলেই
এসে পড়লাম ।
৮|  ০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০৪
০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
@তপ্ত সীসা,
Blogging kore desher kono unnoti korchen na. Ajaira galagali.
৯|  ০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৪১
০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৪১
ইমরান সামি ব্লগ বলেছেন: জীবনের মায়া কেবল 
তোমারে করিবেনা সবল
পথে পথে খুঁজ হে.
কোন সে আসল দল!!
১০|  ০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৯:০৫
০৯ ই আগস্ট, ২০১৫  রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: কালের সময়   , 
সবাইকে একটু ভেবে দেখতে বলি -------------  ব্লগার বলতে  শুধু নাস্তিকদের বোঝানো হয় কেন ? শত শত ব্লগ প্লাটফর্ম কি নাস্তিক ব্লগার দিয়েই শতভাগ ভর্তি ? সব ধরনের মানসিকতার লোকেরাই তো বিভিন্ন ব্লগে লিখে থাকেন । এখানে যেমন আস্তিক আছেন , ধর্মান্ধ আস্তিকও আছেন , বেশী করেই আছেন।  ধর্মান্ধ আস্তিকদের আলাদা আলাদা ব্লগ প্লাটফর্মও আছে । এই সব ক্যটাগরীর আস্তিকেরা  কি ব্লগার নন ? তাহলে তো আমিও ব্লগার নই । কারন আপনার মতো আমিও একজন আস্তিক ব্লগার  । আমিও ব্লগ লিখি, ব্লগ পড়ি । ব্লগার হওয়ার কারনে কেন আমাকে নাস্তিকের দলে ফেলবেন ? সব ব্লগ প্লাটফর্ম মিলিয়ে ১% এর মতো  ব্লগার হয়তো নাস্তিক । তাহলে ৯৯% আস্তিক ব্লগাররা কি মোটেও ব্লগার নন ?  যদি এই ৯৯% আস্তিক ব্লগাররাও "ব্লগার" হন তবে কি উদ্দেশ্যে এসব ব্লগারদের একতরফা ভাবে নাস্তিক বলে সীল মেরে দেয়া  হয় ? 
ভাবুন এর পেছনে উদ্দেশ্যটা কি ! সবার উচিত একতরফা ভাবে এই সরলীকরনের তীব্র প্রতিবাদ করা ।  পালিয়ে যাওয়া নয় ।
  ২৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৪
২৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাইয়া আপনার কথা ফেলতে পারলাম না । আপনার মন্তব্যের সাথে সহমত 
তাই আবার শুরু করলাম । আমার জন্য একটু দোআ করবেন আমি যেন আর ভয় না পাই । মনে যেন 
সাহস রেখে ব্লগিং করতে পারি ।
১১|  ১০ ই আগস্ট, ২০১৫  সকাল ৮:০৩
১০ ই আগস্ট, ২০১৫  সকাল ৮:০৩
আমি মিন্টু বলেছেন: ভাগেন তারাতারি করে ভাগেন । আপনাগো মত লোকদের জন্য দুঃখ হয় ।
যাই বলি না কেন চলে যাওয়ার আগে এই ব্লগে এতদিন আছেন সে কথাতাও একটু মনে কইরেন ।
১২|  ১০ ই আগস্ট, ২০১৫  রাত ৮:২৯
১০ ই আগস্ট, ২০১৫  রাত ৮:২৯
ব্লগার মাসুদ বলেছেন: অবশ্য ব্লগে আমিও নতুন তাই আপনি আমার থেকে বেশি ভাল বুঝেন । তারপরেও 
একটি কথা থেকে যায় এই ভাবে চলে গেলেই কি সব কিছুর সমাধন হয়ে যাবে ।
১৩|  ১০ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৪৩
১০ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক ।
  ২৯ শে আগস্ট, ২০১৫  রাত ১০:০২
২৯ শে আগস্ট, ২০১৫  রাত ১০:০২
কালের সময় বলেছেন: প্রিয় সেলিম ভাই প্যাথেটিক এর অর্থ কি ।
আমার মনেহয় আপনার নানা আর দাদায় এরকম প্যাথেটিক কাজ করতো ।
কিছু মনে কইরেন না । ছোট ভাই হিসেবেই কিন্তু একটু দাদা নানাকে নিয়ে মজা করলাম ।
১৪|  ২৮ শে আগস্ট, ২০১৫  ভোর ৪:৪৮
২৮ শে আগস্ট, ২০১৫  ভোর ৪:৪৮
রাসেলহাসান বলেছেন: ভালো।
  ২৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৮
২৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৮
কালের সময় বলেছেন: জি ভালো ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
০৯ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: সুন্দর সিদ্ধান্ত, আপনার নিজের নেওয়া সিদ্ধান্তকে স্বাগতম।