![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কষ্ট অনেক কথার বিনিময় একটি সম্মান জনক স্থান পাওয়া
মুহুর্তে একটি ভুলে মাটি হয়ে সব মিথ্যে হয়ে যাওয়া ।
ধীরে ধীরে ধীরগতিতে প্রেম গড়ে তোলা
মুহুর্তে একটি না শব্দেই সব ভোলা ।
অনেকে সাধনা করে স্বর্গ তুলে আনে
অনেকে ইচ্ছে করে সেখানেই পা রাখে নরক আছে জানে ।
করে মন খারাপকে রেখে ভালোকে বর্জন
কিছু আছে ভাই ভালোকে রেখে খারাপকে করে অর্জন ।
কেহ চায়
যা সে না পায়
কেহ পায়
যা সে না চায় ।
এ হলো নিয়তির দোষ নাকি কর্ম দোষ
হায়রে পোড়া কপাল এ যেন জ্ঞান থাকতেও সব বেহুস ।
©somewhere in net ltd.