নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

সামু আমার প্রিয় গল্প কবিতা জলসার আসর ।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

এখনো গল্পগুচ্ছ আড্ডা হয় । হয়না যে টা না তার পরেও অনেকের একটি অবিযোগ থেকেই যাচ্ছে কিন্তু সামুতে নাকি আগের মত গল্প আড্ডা হচ্ছে না । আমার কাছে মনে হচ্ছে এই ভাবনাটা অনেকেরি ভুল ভাবনা । এখন গত দুবছর আগের চেয়ে অনেক বেশি লেখক সামুতে আড্ডা দেন । আর তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সাময়িক বা সময়ের সাথে তাল মিলিয়ে পোস্ট দেন । তার মাঝেও কেন আপনাদের কাছে শুন্যতা মনে হয় তা অবশ্য আমার জানা নেই । এমন হতে পারে এটা শুধু আমার কাছেই মনে হয় । হয়ত অন্যদের কাছে নাও হতে পারে । তবে আমি যখনই বসি তখনয়ই মনে হয় সামুতে এখন আগের চেয়েও বেশি গালগল্প ও কবিতা এবং অনেক ভালো ভালো বিনোদন মূলক ছবি ব্লগ পোস্ট আসছে । এবং এখন আমার কাছে মনে হয় সামুতে অনেক ভালো ভালো লেখক লেখা দিচ্ছেন । সব মিলিয়ে বলতে গেলে সামুকে আমি মনে করি ব্লগ জগতে খুব ভালো মানের একটি গল্প কবিতার জলসার আসর । আসলে ভালো মন্দ ভাবনাটা নিজের কাছে । আপনিও আমারমতো ভাবুন দেখবেন আপনার কাছেও ভালো লাগবে । তবে আমাকে কেউ যদি বলে ভাই একটু লেখালেখী করতাম টা কোন ব্লগে ডাইরী খুলমু আমি তাদের বলি সামুতে খুলুন কারন এখানে ক্যাচাল হয় তবে তুলনামূলক খুব কম । আর এজন্যই সামুকে সব সময় আমার কাছে ভালো লাগে ।বিশেষ করে যখন আমি সামুতে পাঠক হয়ে বসি তখন সামুকে আমার প্রিয় গল্প কবিতা জলসার আসর বলে মনে হয় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.