নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

বাংলা লেখার শুরুতে আমার সোঁনার বাংলা সংযোগ করতে হবে ।

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০


আমরা সেই ছোট বেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনে দেখে এসেছি ও বাংলাদেশ বেতারে শুনে এসেছি সেন্টার খোলার শুরতেই বা শেষে বাংলাদেশের জাতিয় সঙ্গীতের সেই মধুর সুরটা বাজে । এমনকি বাংলাদেশের সিনেমা হলগুলোতেও সিনেমা শুরু হওয়ার আগে জাতিয় পতাকা উত্তেলন করে জাতিয় সঙ্গীত বাজিয়ে সম্মান প্রদশন করা হয় । তাই আমাদের লেখায় সাথে এই নিয়মটি সংযোগ করলে বিষয়টি মন্দ হয় না কিন্ত ।
বিষয় হচ্ছে বাংলা প্রতিটি পোস্টের সাথে বা প্রতিটি লেখায় আমার সোঁনার বাংলা অথাৎ জাতিয় সঙ্গীতের প্রথম দুই কলি দিতে হবে । যে কোন লেখায় লেখা শুরু করার আগে অবশ্যই এই দুই লাইন কলি লেখে দেশের প্রতি সম্মান প্রদশন করতে হবে । এরকম কোন আইন করলে কিন্তু খারাপ হয় না ।
এতে আরো ভালো ভাবে আমাদের বাঙ্গালি জাতিয়তার পরিচয় পাওয়া যাবে ।
আর যারা এটি করবেন না তাদের বিরুদ্ধে আইনত কঠর ব্যবস্থা নিতে হবে । যারা বিষয়টি ক্লিয়ার বুঝেন নাই তাদের জন্য আমার এই পোস্টটি রিপিট আরেকবার লেখলাম । ঠিক এই ভাবে পোস্ট লেখতে বা দিতে হবে ।
আমার সোঁনার বাংলা , আমি তোমাই ভালবাসি ।
চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস,
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি,
আমার সোঁনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

আমরা সেই ছোট বেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনে দেখে এসেছি ও বাংলাদেশ বেতারে শুনে এসেছি সেন্টার খোলার শুরতেই বা শেষে বাংলাদেশের জাতিয় সঙ্গীতের সেই মধুর সুরটা বাজে । এমনকি বাংলাদেশের সিনেমা হলগুলোতেও সিনেমা শুরু হওয়ার আগে জাতিয় পতাকা উত্তেলন করে জাতিয় সঙ্গীত বাজিয়ে সম্মান প্রদশন করা হয় । তাই আমাদের লেখায় সাথে এই নিয়মটি সংযোগ করলে বিষয়টি মন্দ হয় না কিন্ত ।
বিষয় হচ্ছে বাংলা প্রতিটি পোস্টের সাথে বা প্রতিটি লেখায় আমার সোঁনার বাংলা অথাৎ জাতিয় সঙ্গীতের প্রথম দুই কলি দিতে হবে । যে কোন লেখায় লেখা শুরু করার আগে অবশ্যই এই দুই লাইন কলি লেখে দেশের প্রতি সম্মান প্রদশন করতে হবে । এরকম কোন আইন করলে কিন্তু খারাপ হয় না ।
এতে আরো ভালো ভাবে আমাদের বাঙ্গালি জাতিয়তার পরিচয় পাওয়া যাবে ।
আর যারা এটি করবেন না তাদের বিরুদ্ধে আইনত কঠর ব্যবস্থা নিতে হবে । যারা বিষয়টি ক্লিয়ার বুঝেন নাই তাদের জন্য আমার এই পোস্টটি রিপিট আরেকবার লেখলাম । ঠিক এই ভাবে পোস্ট লেখতে বা দিতে হবে ।

এমন আইন পাশ করলে কি কোন ক্ষতি হবে । পাঠক ভাইয়েরা আপনাদের বক্তব্য কি একটু বলবেন কিন্তু ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই বার লিখলেন সোঁনার বাংলা। তারপর গানের কলিতেও ভুল করলেন ৩ বার
আমার সোনার বাংলা , আমি তোমাই(১) ভালবাসি ।
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ, চিরদিন(২) তোমার বাতাস,
আমার প্রাণে
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি,
আমার(৩) সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।
শেষের প্যারা রিপিট করলেন (কপি পেস্ট করছেন, খেয়াল করেননি)
না ভাই। নিজের পোস্টটাই তো ভুলে ভরা। আর এসব আজগুবি চিন্তা না করে আরো ভালো কিছুর চিন্তা করেন। দেশের ফায়দা হবে।

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

কালের সময় বলেছেন: এই জন্যই আপনার নাম বিচার মানি তাল গাছ আমার ।
কথা বলবেন বেশি বুঝবেন কম ।
ধন্যবাদ মন্তব্যের জন্য । =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.