|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
সামানে যতদূর যেতে মনে চায় এগিয়ে চলুন ।
আজ আর কোন ভিআইপি বা ট্রাফিক সিগনাল নাই ।
  
 
শহরটাকে যদি এরকম সব সময় পাওয়া যেত ব্যাস্ত মুক্ত তাহলে নগরবাসীর জন্য চলাফেরা করতে সুবিধা হত ।
  
 
ওই মিয়া তাকাইয়া আছেন কেন কাঁচা সুপারি হাকিমপুরি জর্দ্দা দিয়া একটা পান দেন ।
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫২
কালের সময় বলেছেন: না অবশ্য প্রতি বছর ঈদের এই দুইদিন শহর গুরে আরাম পাওয়া যায় । তাছাড়া এ দুদিন চাইলে যে কেউ পায়ে হেটেও চলতে
পারে। ধন্যবাদ ভাই ।
২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫৫
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫৫
গেম চেঞ্জার বলেছেন: ঢাকারে ছোট্ট শহর না বলাই উচিত ।
ছবিগুলো নিত্যনতুন যে এমন না । তবে ভালৈছে ।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১৫
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই । ঢাকা শহর আগে ছোট্র থাকলেও এখন খাল বিল ভরাত
করে ফেলায় শহর এখন মুটামুটি অনেক বড়ই হয়ে গেছে । এখনকার দিনে নিত্যনতুন জিনিস তেমন ভালোও না ।
৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
শায়মা বলেছেন: ঈদের বিকেলে ভালোই ভীড় ছিলো !
  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১১
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১১
কালের সময় বলেছেন: অবশ্য আমি যে এলাকায় বেড়াতে গিয়েছিলাম মানে রামপুরা বনশ্রী এর দিকে তেমন কোন ভীড় চোখে পড়ে নাই ।
ধন্যবাদ আপু । 
৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৪৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৪৭
সুমন কর বলেছেন: শহরটাকে যদি এরকম সব সময় পাওয়া যেত !!!
  ০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৪
০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ।
৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০২
ব্লগ সার্চম্যান বলেছেন: আসলে বছরে এই দুই চারদিন শহরে গুরে আরাম পাওয়া যায় ।
  ০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৫
০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ব্লগসাচম্যান ভাই
৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
  ০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৬
০১ লা অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৪৫
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৪৫
নতুন বলেছেন: ছোট্ট শহরে ২কোটির বেশি মানুষ থাকলে সব খানেই মিছিল মনে হয়।