![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলে মাঁঝ মাথার উপরে সূর্য যখন
বেলা গড়িয়ে হয় দুপুর তখন
থাকে ভরা ক্লান্ত এ দেহ আর মন
হাতে পানি আর দুপুরের খাবার নিয়ে আছে প্রিয়তমা স্বজন ।
দেখে এক নজর
কেঁটে যায় দেহের সব ক্লান্ত
ছিল যে মন অশান্ত
সে মন হাজারো শ্রমে হয় শান্ত ।
তার পাশে যতই বসি
মন বলে আরো বসি
সেই তো আমার জীবনের পরশি
পরের জম্মেও যেন তাকে এভাবেই ভালো বাসি ।
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইল ।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: হাহাহা..........মোটামুটি।
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমনকর ভাই ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা থাকছে ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ দাদা । আপনার জন্যও শুভকামনা থাকলো ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
জুন বলেছেন: সব জন্মেই যেন ভালোবাসতে পারেন সেই দোয়া করি কালের সময়। কবিতায় ভালোলাগা অনেক।
+
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০০
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু । সে দোয়াই কইরেন ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই শুভ ভোর ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০
কিরমানী লিটন বলেছেন: চমৎকার, বোধের কাব্য ...