|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি চাইনি তাকে 
তবু পাইলাম যাকে
তাঁহার ভালোবাসার উঞ্চ দগ্ধতার এমনি যে গুন
তাহা ক্ষত বিক্ষত করল আমার দেহটাকে ।
নিজের অজানা ভুলে তারে দুখের সাগরে ডুবিয়েছিলাম,
আজই প্রথম অনূভব করেছি  
আসলে তাকে আমি কতটা ভালবেসেছিলাম ।
পাখীটা খোলা আকাশে উড়ছে 
তাহারি সাথে যে আমার পরাণ 
একনজর না দেখিলে 
মন আমার হয় উড়ন্ত হয় যে হয়রান ।
বুক করে দুক দুক
সে ফিরবে কি ফিরবেনা মনে থাকে ভয়
না জানি সে ভয়ই আমার মৃত্যুর কারন হয় ।।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:১৬
১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:১৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই । শুভেচ্ছা থাকলো ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫  সকাল ১১:০৫
০৪ ঠা অক্টোবর, ২০১৫  সকাল ১১:০৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সে ফিরবে কি ফিরবেনা মনে থাকে ভয়
না জানি সে ভয়ই আমার মৃত্যুর কারন হয় ।। !!!???
কবিতা ভালোই হয়েছে।
শুভকামনা রইলো।