|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
যাক অব শেষে মানব সমাজ এখন পৃথিবীর ওপর নির্ভরশীল না হয়ে চাইলে মঙ্গল গ্রহে সম্পূর্ণ স্বাধীনভাবে বসবাস ও কাজ করতে পারবে। আর মাত্র ১৫ বছর পরই হয়ত তা সম্ভব হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতিবার এমন ঘোষণাই দিয়েছেন। নিউজ এএফপি ও টেলিগ্রাফের। লাল গ্রহটিতে মানুষের স্থায়ী বসতি স্থাপন বিষয়ে বৃহস্পতিবার নাসা তাদের পরিকল্পনার বিস্তারিত জানান। জার্নি টু মার্স নামের একটি প্রতিবেদনে নাসা জানান এটি হবে ঐতিহাসিকভাবে এক অগ্রণী প্রচেষ্টা। আমেরিকায় মানুষের প্রথম দিকের বসতি স্থাপন এবং চাঁদে মানুষের প্রথম পা ফেলার সঙ্গে এ প্রচেষ্টাকে তুলনা করেন নাসা। প্রতিবেদনে আরো বলা হয় অ্যাপোলো কর্মসূচির চাঁদে অবতরণ করা নভোযান মতো আমরাও মনুষ প্রজাতির জন্য এই যাত্রায় নিযুক্ত হচ্ছি। যা অ্যাপোলোর মতো নয় তা হচ্ছে আমরা সেখানে মানব সমাজ গড়ে তোলার জন্য প্রস্ত্ততি নিচ্ছি । নাসা বলেন আগামী কয়েক দশকের মধ্যে আমরা পৃথিবীর বাইরে মানুষের উপস্থিতি ঘটানোর পথে পদক্ষেপ নিচ্ছি।
প্রতিবেদনে বলা হয় আমরা চাই মানুষ সেখানে কাজ করতে সমর্থ হবে, পরিচালনা জানবে এবং পৃথিবীর বাইরে দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীলভাবে বাস করতে পারবে। মঙ্গলে যেতে কয়েক মাস সময় লাগবে এবং তাড়াতাড়ি ফিরে আসাটাই আমাদের জন্য কোনো বিকল্প নয়। এতে আরো বলা হয় আজকে ও পরবর্তী দশকে যে প্রচেষ্টা নেওয়া হবে তা গভীর মহাশূন্যে পৃথিবীর নির্ভরশীলতামুক্ত স্থিতিশীল উপস্থিতির ভিত্তি গড়ে দেবে। মহাশূন্যে বাস এবং কাজ করতে ঝুঁকি নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও সতর্ক করেছেন নাসা। মঙ্গলের বসবাসের প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছেন নাসা। এগুলো হলো পৃথিবী নির্ভরশীলতা, প্রতিপাদন স্থল এবং পৃথিবী নির্ভরশীলতা মুক্তি। 
কৃতজ্ঞতা সমকাল ।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৪
১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই অপেক্ষার পালাবদল
২|  ১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
আমি আবুলের বাপ বলেছেন: ওখানে কি আম্লীগ-বি এন পি থাকবে? 
  ১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩০
১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩০
কালের সময় বলেছেন: থাকবে মনে হয় ।
৩|  ১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৬
১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৬
রোষানল বলেছেন: আমিরিকা অইহানে যাইয়া কি পাইব ? তেল সব তো এখানে...
  ১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩১
১০ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩১
কালের সময় বলেছেন: মবিলের জন্য ।
৪|  ১০ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৬
১০ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৬
চলন বিল বলেছেন: মঙ্গলে জীবন পাওয়ার জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে।
আর পৃথিবীর সিরিয়া-ইরাকে জীবন মারার জন্য খরচ হয়েছে ট্রিলিয়ন ডলার। 
বিচিত্র
  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০০
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০০
কালের সময় বলেছেন: হুম ঠিক বলেছেন
৫|  ১০ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩৩
১০ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: মঙ্গলের বসবাসের প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছেন নাসা। এগুলো হলো পৃথিবী নির্ভরশীলতা, প্রতিপাদন স্থল এবং পৃথিবী নির্ভরশীলতা মুক্তি। দেখা যাক কি হয় !!!
  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৯
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৯
কালের সময় বলেছেন: কথা সত্য কিন্ত ভাই
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:২৯
১০ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: তাহলে মঙ্গল গ্রহে যেতে পারবো। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য।