|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

এখন যেকোনো তথ্য অনুসন্ধানের জন্য যেকোনো বয়সের ছেলে মেয়ে সার্চ ইঞ্জিন গুগল মামার কাছে আগে ঢু মারেন ।  গুগলেই যেহেতু পাওয়া যায় তাই কষ্ট করে বই পুস্তক জার্নাল, ম্যাগাজিন গেঁটে কি লাভ  তাই নতুন প্রজন্মসহ সবাই এখন গুগলের দিকেই বেশি ঝুঁকে পড়েছেন । তবে এক জরিপে দেখা গেছে এই সহজলভ্যতা তরুণ তরুণীদের মস্তিষ্কে ক্ষয় ধরাচ্ছে অর্থাৎ তাদের চিন্তাশীলতা হ্রাস করছে । রাশিয়ার কাসপারাসকি ল্যাব জরিপটি চালায় এবং তাদের মতামত অনুযায়ী এ তথ্য প্রকাশ পায় ।
জরিপে আরো দেখা যায় যেকোনো প্রশ্নের উত্তর খোঁজা বা দেয়ার জন্য বর্তমানে অনেকেই গুগলে চলে যান। এক্ষেত্রে তারা নিজেদের মস্তিষ্ক ব্যবহার থেখে বিরত থাকে। আর এ প্রবণতাই বিশেষ করে তরুণ-তরুণীদের মস্তিষ্কের চিন্তার ক্ষমতা হ্রাস করে দিচ্ছে।
অপর দিকে গবেষণায় আরো দেখা গেছে যেকোনো তথ্যের প্রয়োজনে এখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই সরাসরি গুগলে অনুসন্ধান করে ৪০ শতাংশের বেশি মানুষ । আগে থেকে জানা কোনো বিষয় সম্পর্কেও নিশ্চিত হয়ে বলার আগেই গুগলে অনুসন্ধান করেন ।
বিভিন্ন দেশের ৬০০০ মানুষের ওপর জরিপটি চালানো হয় । যাদের প্রত্যেকের বয়স ১৬ বছরের বেশি । এতে দেখা গেছে যাদের বয়স ৪৫ বছরের বেশি তাদের ৪০ শতাংশের বেশি ব্যক্তি অনলাইনের চেয়ে নিজের চিন্তা শক্তিকে ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেন। 
বিডি-প্রতিদিন
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৯
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৯
কালের সময় বলেছেন: যতদূর মনে হচ্ছে ভাই আজকাল গুগল মামার সারভারে বিশেষ কোন ভাইরাস অ্যাটাক করেছে ।
২|  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৩
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আগে থেকে জানা কোনো বিষয় সম্পর্কেও নিশ্চিত হয়ে বলার আগেই গুগলে অনুসন্ধান করেন ।- সত্যি কথা।
  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৯
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৯
কালের সময় বলেছেন: কথা সত্য ভাই 
৩|  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৫
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সময় কত কুইজে অংশ নিয়েছি। উত্তর বের করতাম পুরোনো ম্যাগাজিন, সাধারণ জ্ঞানের বই, ক্লাসের বই আর বড়দের জিজ্ঞেস করে করে। এখন একটা বানান দেখতেও গুগল মামা।
  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২০
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২০
কালের সময় বলেছেন: কথা সত্য কিন্তু ভাই 
৪|  ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩৭
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাই না, বোন । 
  ১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:০২
১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:০২
কালের সময় বলেছেন: জী আপু ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৬
১২ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু তাই না, কিছু একটা লিখলেই গুগল মামা অশ্লীল বিষয়ে আগে জানান দেয়।