![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৪ সালের ৮ মার্চ হারিয়ে যায় মালয়শিয়ার প্লেন এমএইচ৩৭০ । দীর্ঘ ঊনিশ মাসেও তার কোন হদিস খুঁজে পাওয়া যাচ্ছিল না । এমনকি এর যাত্রীদের ভাগ্যে কি ঘটেছিল তাও জানা যায়নি।
মাঝে মাঝে কিছু আলামত মিললেও তার কোন সঠিক খোঁজ পাওয়া যায়নি । তবে এবার ফিলিপাইনে নিঁখোজ বিমানটির কিছু আলামত খুঁজে পাওয়া গেছে যা হৃদয়বিদারক বলা যায় । দেশটির প্রত্যন্ত সুগবাই তাওই তাওই প্রদেশের গহীন জঙ্গলে সন্ধান মিলেছে এবং ধ্বংসাবশেষ প্লেনেটির সঙ্গে বা এর ভিতরে অনেকগুলো কঙ্কালও আছে । ধ্বংসাবশেষ বিমানটিতে মালয়েশিয়ার পতাকা অঙ্কিত রয়েছে । ফিলিপাইন পুলিশ এমন কিছু একটার সন্ধান পাওয়ার খবর জানতে পেরেছে বলেও নিশ্চিত করেছেন ।
জামিল ওমর নামে এক বেতার টেকনিশিয়ান পুলিশকে বলেছেন তার খালা এবং আরো কয়েকজন মিলে যখন ওই জঙ্গলে পাখি শিকার করছিলেন তখনই তারা ওই ধ্বংসাবশেষটির সন্ধান পেয়েছেন । বোর্নিও পুলিশের কমিশনার জালালউদ্দিন আব্দুল রহমানও জানিয়েছেন ওই নারী বলেছেন তিনি বিধ্বস্ত কাঠামোটির ভেতর প্রবেশ করে অনেকগুলো নরকঙ্কাল এবং হাড় দেখেছেন । তিনি একটি মালয়েশিয়ার পতাকাও সেখানে দেখেছেন যা দৈর্ঘ ৭০ ইঞ্চি ও প্রস্থ ৩৫ ইঞ্চি হবে ।এবং সে বিধ্বস্ত বিমানটির ভিতরে পাইলটে সঙ্গে বেল্ট লাগানো অবস্থায় রয়েছেন এবং তার মাথা ও কানে যোগাযোগযন্ত্র সংযুক্ত রয়েছে।এ থেকেই তিনি ধারনা করছেন এই বিমানটিই হবে ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্স ।
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬
কালের সময় বলেছেন: মনে হয় আপু এখন পুরো পুরি যাচাই বাছাই চলছে । আর তাদের যাচাই বাছাই তারা যদি দিনকে রাত আর রাতকে দিন বলে তাই সই । ধন্যবাদ আপু । ভালো থাকবেন সব সময় সে আশা করি ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১
প্রামানিক বলেছেন: দুঃখজনক ও ভয়াবহ ঘটনা এই প্লেন দুর্ঘটনা।
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
কালের সময় বলেছেন: হুম খুব দুঃখ জনক একটি ঘটনা । ধন্যবাদ প্রামানিক ভাই । ভালো থাকুন । শুভকামনা থাকল ।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯
ডাঃ মারজান বলেছেন: প্লেনটির ব্ল্যাক বক্স খুজে পেলে নিশ্চিত হওয়া যাবে। আসলেই ওই বিমান কি না। আল্লাহ সহায় হউন।
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩
কালের সময় বলেছেন: সেই অপেক্ষায় থাকতে হবে । মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: এটা খুব দুঃখজনক একটি ঘটনা । ধন্যবাদ শেয়ার করে মনে করিয়ে দেওয়ার জন্য ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১
কালের সময় বলেছেন: সত্যয় এটা একটা দুঃখজনক ঘটনা
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২
ক্থার্ক্থা বলেছেন: ভালো সংবাদ দিলেন ।তবে ঘটনা সত্য হলে ভালো ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
কালের সময় বলেছেন: আমরাও সে আশায় করছি ।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২
নীল ডাইনী বলেছেন: লাস্ট আপডেট কি? ওটাই যে সেই প্লেন সেটা কনফার্ম করা গিয়েছে কি?
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
কালের সময় বলেছেন: কি জানি আপু এখনো পযন্ত যা জানা গেছে তাতে ৯৮ ভাগ মনে হচ্ছে ওটাই সে পেলেন ।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
শরাফত বলেছেন: তাহলে কিছুদিন আগে ফ্রেঞ্চ মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপে যেটা পাওয়া গেছিলো সেটা কিসের?
মালয় প্রধানমন্ত্রীও তো বললেন ওটা এমএইচ৩৭০ এর ডানার অংশ।
এখন কথা হলো, দুটো অংশই একই প্লেনের হতে পারে না। কারন দুটো স্থানের দুরুত্ব ৮ হাজার কিলোর বেশি।
দেখা যাক কি হয়।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬
কালের সময় বলেছেন: হুম হয়ত
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১
মামুন ইসলাম বলেছেন: দেখা যাক শেষ খেলার রেজাল্ট কি দাড়ায়
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩
জুন বলেছেন: এটাকি সত্যি সেই দুর্ভাগা এম এইচ ৩৭০? এমনটি আর কখনো শুনিনি। সেই যে রাগবী প্লেয়ারদের নিয়ে উরুগুয়ের প্লেনটি আন্দিজে ভুপাতিত হলো। নিজেদের আত্মজনের মাংস খেয়ে বেচে রইলো, তাদেরও তো খোজ মিল্লো, সেই কত বছর আগের ঘটনা। আর এত অত্যাধুনিক জমানায় এসে এম এইচের বিলীন হয়ে যাওয়াটা সত্যি রহস্যময়।
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু এমনটাই মনে করছি আমরা । আর এ বিষয় সম্ভবত আপনি আরো ভালো বলতে পারবেন । কেননা যতদূর শুনেছি
আপনার নাকি বেশি এয়ার বা পেলেনে গুরাগুরি বা বেড়ান হয় ।
১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ ।
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২
কালের সময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২
মানবী বলেছেন: ঘটনার সত্যতা যাচাই করার কথা ছিলো, কতোখানি নিশ্চিত হতে পেরেছে জানা নেই।
তবে সত্য হলে এমএইচ ৩৭০ এর যাত্রী ও ক্র'র আত্মীয় পরিবার পরিজনরা অন্তঃত একটি ক্লোজার পাবেন।
ভীষণ দুঃখজনক ও ভয়াবহ ঘটনা এই প্লেন দুর্ঘটনা।