![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় কি বলে বিদায় নিব তবে
পরে আবার দেখা হবে ।
হয়ত তুমি আমায় প্রশ্ন করবে
সে দিনটি আসবে কি ফিরে
আমি বলব হয়ত ধীরে ধীরে
হবে বটে
তবে কখন কোথায়
কেন বা জানিনা কবে ।
আজ ছিল বন্ধু সে দেখার প্রহর
অন্ধ ছিল গলিময় শহর
অপেক্ষার পালা কেঁটেছে
পাইনি তবু তোমার দেখা
তুমি কি পড়ছ আমার এ লেখা
তাইনা ভেবে মন আজ হয়েছে কঠর
এতেই আমি বুঝে গেছিগো তুমিযে আমার দুঃখ বর
তুমিতো নও আমার সুখবর ।
যেদিন থেকে তোমার এলেবেলে পথ দেখেছি
সেদিন থেকে তোমার নাম ভুলেযেতে শিখেছি ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
কালের সময় বলেছেন: কিছু করার নাইগো ভাই নিজের জিনিস পরের সঙ্গে করলে সংসার ।
পাঠে ও কমেন্টে ধন্যবাদ ভাইয়া ।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৪
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, পিলাচ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া পিলাচ দিয়ে সর্ম্মান করার জন্য ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কাব্য
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় ইতিহাস বিদ মফিজ ভাই
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবতে ভালা হইছে , ছবিটা একদম সেইরাম
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০
কালের সময় বলেছেন: সেইম টু প্রিয় লিটন ভাই ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
আমি মিন্টু বলেছেন: ভালো লাগছে
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮
কালের সময় বলেছেন:
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬
সুমন কর বলেছেন:
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮
কালের সময় বলেছেন: কেমন আসুইন সুমন ভাই । আরেকটি কবিতা দিয়েছি ওটা দেখে আরেকটি হাবলু মার্কা হাসি দিয়ে যান ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৯
মামুন ইসলাম বলেছেন: অন্যরকম
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২
কালের সময় বলেছেন: কি রকম ?
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৩
Km Raju বলেছেন: যেদিন থেকে তোমার এলে বেলে পথ দেখেছি
সেদিন থেকে তোমার নাম ভুলে যেতে শিখেছি ।