![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মেঘ কুমারী
প্রিয় মেঘ বালিকা
প্রিয় মেঘ কুমারী
আজ থেকে তোমার সাথে কাঁটলাম আড়ি
রোজ বিহানে যাইও না আমার বাড়ি ।
চাই থাকতে তোমার আড়াল
করো না যেন ভালোবাসার পুর্ব খেয়াল ।
তুমি থাকো ওই দূর আকাশে
আমি থাকি এই প্রবাসে
কত চিঠি পাঠাইলাম তোমার নামে
কোন উত্তর পেলাম না তোমার কাছে ।
তাই তোমার সাথে করে আড়ি
আসলাম ফিরে আমার বাড়ি
এবার থাকো বন্ধু তুমি তোমার ঘরে
বাকী কথা না হয় বলবো নি পরে ।।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। জীবনটাই যেখানে বাকীর খাতা সেখানে মেঘ কুমারীর কথাও না হয় থাকুক কোন সুকেচে ভেতর
লালটুকটুকে বউ সেঁজে ।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল।। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৮
মামুন ইসলাম বলেছেন: যথাযথ কবিতা ভালো লাগল ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বাকী কথা বাকী থেকে গেল ।