|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১।রাসুলের রওজা মুবারক । 
 
২। হযরত বিবি ফাতেমা 
  
 
৩। হযরত বিবি আমেনা ।
  
 
 ৪। হযরত বিবি হালিমা ।
  
  
৫। হযরত আদম (আঃ)এর পুত্র- হাবীল । 
  
 ৬। হযরত মা হাওয়া ।
  
   
7। হযরত বেলাল ।
  
 
৮। হওরত দাওদ (আঃ) ।
  
  
৯। যযরত হারুন (আঃ) । 
  
  
১০। হযরত ইবরাহীম খলিল ।
  
   
১১। হযরত ইমাম হাসান (আঃ)
  
  
১২। হযরত লুত (আঃ)  
  
  
১৩। হযরত মুসা (আঃ)
  
  
১৪। হযরত সালেহ (আঃ) 
  
  
১৫। হযরত সুহাইব (আঃ) 
  
  
১৬। হযরত ইউসুফ(আঃ)
  
  
১৭। হযরত ইয়াহিয়া (আঃ)
  
  
১৮। হযরত মাকাম ই ইবরাহীম
  
  
১৯। কাবার বিবি খাদিজা  
  
২০। কাবার হযরত আবু তালিব 
  
  
২১।জালালুদ্দিন রুমির 
    
তথ্যঃ ইন্টারনেট 
https://facebooktipsbd.wordpress.com/2013/10/05/mazarphotos/
 ৩০ টি
    	৩০ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩৫
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আপনি এখনো প্রথমেই আছেন ।
২|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৫
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: আমি নবী ও রাসুলদের পর্থক্য জানি না।। তবু এলাম ফিরে, কেন??
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩৬
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩৬
কালের সময় বলেছেন: আমিও মনে হয় জানিনা । আপনে আমি এক অবস্থাই মনে হচ্ছে । ফিরে আসার জন্য আবারো কৃতজ্ঞতা ।
৩|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৮
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৮
ধমনী বলেছেন: ছবির সূত্রসহ তথ্য দরকার। অনলাইনে প্রাপ্ত অনেক ছবি এবং খবরই বিশ্বাসের অযোগ্য।
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩১
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩১
কালের সময় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য অবশ্যই তথ্যসূত্র দেখে নিবেন ।
৪|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩০
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩০
নতুন বলেছেন: মানুষ এতো লম্বা হইতো পারে? 
সব মাজারগুলি এমন ভুয়া আকৃতির কেন হয়? 
আবার এক নবী/আউলিয়ার কয়েকটা মাজার থাকে কিভাবে? 
একজনের যদি ২টা মাজার থাকে তবে ১টা তো অবশ্যই ভুয়া তাইনা? 
হযরত মা হাওয়া ।৪। হযরত বিবি আমেনা । ৫। হযরত বিবি ফাতেমা ৬। হযরত বিবি হালিমা ।7। হযরত বেলাল । 
এরা তো নবী/রাসুল ছিলো না।
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৩
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনি সারা জীবন এরকম কঠিন ভাষায় মন্তব্য যা আসলে আমার মত সাধারণ ক্ষুদে লেখক বুঝে উঠতে পারে না ।  
 
আল্লাহু আপনাকে আরো কঠিন ভাবে মন্তব্য করার সুযোগ করে দিক । আল্লাহুর কাছে এই প্রতাশা ।
৫|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩২
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৩২
রুদ্র জাহেদ বলেছেন: প্রত্যক্ষভাবে সবার দেখার সুযোগ এবং সামর্থ হয়ে উঠে না।কিন্তু প্রযুক্তির কল্যাণে অনেক অসাধারন কিছু ছবির মাধ্যমে নিজের চোখে দেখতে পারে।দারুন পোস্ট।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৭
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৭
কালের সময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ।
৬|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪২
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪২
সজিব হাওলাদার বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৯
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:৪৯
কালের সময় বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই ।
৭|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৩:১৮
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৩:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
৮|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৩:৪২
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৩:৪২
এজজিলারেটেড উইন্ড বলেছেন: কজনের সৌভাগ্য হয় নিজ চোখে দেখার কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন মানুষ অসাধারণ কিছু নিজের চোখে দেখতে পারে।অনেক ধন্যবাদ পোস্টটির জন্য।
  ১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১১
১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১১
কালের সময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৯|  ০৭ ই নভেম্বর, ২০১৫  ভোর ৫:৪৯
০৭ ই নভেম্বর, ২০১৫  ভোর ৫:৪৯
মিতক্ষরা বলেছেন: সুন্দর। মা হাওয়ার কবর কি করে বুঝলেন? উনি তো অনেক আগের।
১০|  ০৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৩
০৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৩
shiponblog বলেছেন: আদম (আঃ) এর পুএ হাবিল আর কাবিল জানতাম আবিল নামে কেউ ছিল জানা ছিল না। এমনকি তার কবর ও আছে??
১১|  ০৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৭
০৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৭
বিজন শররমা বলেছেন: shiponblog বলেছেন: আদম (আঃ) এর পুএ হাবিল আর কাবিল জানতাম আবিল নামে কেউ ছিল জানা ছিল না। এমনকি তার কবর ও আছে?? 
কয়দিন পরে দেখবেন, তাবিল ফাবিল মাবিল নামে আরো কত এনে ফেলবে । আর ছবি দেখেই যখন বিশ্বাস তখন কালে কালে সবাই তা বিশ্বাস করবে ।
  ১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১৩
১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১৩
কালের সময় বলেছেন: মনে হচ্ছে আপনি জাত হিন্দু তাই এভাবেই মন্তব্য করছেন ।
১২|  ০৭ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৭
০৭ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৭
আছিমভ বলেছেন: ১ম ছবিটা মাওলানা জালাল উদ্দীন রুমির (তুরষ্ক) মাজার। ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে গুগল সার্চ দেন পেয়ে যাবেন।
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৭
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৭
কালের সময় বলেছেন: কোথায় কাজ হলো নাতো ।
১৩|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:১০
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:১০
রক্তিম দিগন্ত বলেছেন: ছবির সাথে তথ্যও দেওয়া দরকার ছিল।
এরকম অনেক ছবিই নেটে আছে। সঠিক সূত্র আপনার বা আমার কারোরই জানা নেই। এইগুলো নিয়ে লেখাও কম না। কষ্ট করে যখন কালেক্ট করেছেন, তথ্যগুলোও সাজিয়ে লিখতে পারতেন।
কারণ, এগুলোর কিছু ভুয়া, কিছু বিতর্কিতও আছে। এরকম কিছু নিয়ে পোষ্ট করলে অবশ্যই ডিটেইলস সহকারে করবেন। তাতে আপনার পোষ্টেরই সুনাম অক্ষুণ্ণ থাকবে।
  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৬
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া যুক্তি মূলক কথা বলার জন্য অবশ্য এর পর থেকে তাই করবো ।
১৪|  ০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৪:২১
০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৪:২১
প্রবাসী পাঠক বলেছেন: না জেনে শুনে ধর্ম নিয়ে শেয়ার করতে করতে আজ ইসলাম ধর্মকে হাস্যকর পর্যায়ে নিয়ে আসা হয়েছে। অন্য একটা কবর কে রাসুল সঃ এর রওজা বানিয়ে ফেললেন। একজন ভুল ধরিয়ে দেয়ার পরও ছবিটা সরিয়ে নিচ্ছেন না কিংবা এডিট করে জালালুদ্দিন রুমির নাম লিখছেন না। ধর্ম নিয়ে কিছু শেয়ার আগে অন্তত কিছু জেনে করার চেষ্টা করুন। 
http://islam40.blogspot.ae/2013/03/this-is-grave-of-jalaluddin-rumi-not.html
https://www.youtube.com/watch?v=NlUVTM1laKo
১৫|  ০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৪:২৪
০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৪:২৪
প্রবাসী পাঠক বলেছেন: আরও একটা লিংক দিলাম ভালো করে পরে দেখেন। 
https://sacredsites.com/middle_east/turkey/shrine_of_rumi_konya.html
১৬|  ০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৪
০৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো শেয়ার
১৭|  ০৮ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
০৮ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার চেষ্টা প্রশংসার যোগ্য কিন্তু এইসব বিষয়ে খুবই সতর্ক হতে হবে নইলে মানুষের মধ্যে বিভ্রান্ত বাড়বে এবং এর সুযোগ নেবে বিধর্মীরা। সুতরাং সাধু সাবধান।   ধন্যবাদ। 
ভালো থাকবেন নিরন্তর।
  ১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৪
১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৮|  ১১ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৪
১১ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৪
চলন বিল বলেছেন: এই পোস্ট নিয়া ক্যাচাল হচ্ছে বেশ
  ১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১০
১২ ই নভেম্বর, ২০১৫  রাত ২:১০
কালের সময় বলেছেন: এটা নতুন না পুরান ঝামেলাই বলতে পারেন ।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২২
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ২:২২
সচেতনহ্যাপী বলেছেন: না জানা বিধায় মন্তব্যের ঘর শুন্য!! (আমিও কিন্তু প্রথম)।। তবুও ভাললাগা।।