![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমরা অনেকেই জানি যে পৃথিবী প্রতিদিন নিজের অক্ষের ওপর ঘুরে বেড়াচ্ছে কিন্তু কথা হলো কি ভাবে ঘুরে বেড়ায় টা দেখার ইচ্ছা জাগে আর তাই এবার এরই একটি ভিডিও প্রকাশ করলেন নাসা । নাসা একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন । সেই সাইটেই দেখা যাবে পূর্ণ আকারের পৃথিবীর আলোকিত অংশের ছবি।
নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা ইপিআইসি থেকে তোলা ১২ থেকে ৩৬ ঘন্টা আগে তোলা ডজন খানেক ছবি দিনে একবার করে ওই সাইটে পোস্ট করা হবে। ইপিআইসি তে তোলা ছবিগুলো পরপর পোস্ট কররে হবে। যা থেকে স্পষ্ট বোঝা যাবে পৃথিবী ঘুরছে ।এভাবে একটি দিনের পুরো পৃথিবীর ছবি দেখা যাবে।
আর ওই ওয়েবসাইটটিতে রয়েছে একটি আর্কাইভও । তারিখ এবং মহাদেশের ভিত্তিতে সার্চ করলে ইপিআইসি এর তোলা ছবি খুঁজে পাওয়া যাবে। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি ডিএসসিওভিআর থেকে ১০ লাখ মাইল দূর থেকে এই ছবি তোলা হয়েছে । ইপিআইসি একটি চার মেগাপিক্সেল সিসিডি ক্যামেরা এবং টেলিস্কোপ তথ্য নাসা ও ইন্টারনেট।
০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ লিটন ভাই অনেকটা সময় ব্যয় করে দেখার জন্য
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
আবু শাকিল বলেছেন: ভিডিও দেখি নাই।লেখা পড়ছি
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
কালের সময় বলেছেন: সময় করে দেখে নিয়েন ভাই ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৪
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ ভিডিওটির লিংক দেবার জন্য পুরাটাই দেখলাম... খুবই ভাল এবং সবার দেখা উচিত..
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
কালের সময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় ব্লগার সুন্দর প্যাচগুচ্ছ মুক্ত মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেড় ঘণ্টার ভিডিও , কিছুটা দেখলাম ।
চমকপ্রদ !!!!