![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি বিশাল অংকের ফানি পোস্ট দিলাম ।
বলুনতো এখানে কয়টা গাড়ি?
মাঝে মাঝে মন খারাপ থাকলে ব্লগের ফাঁকে ফাঁকে ফেবুতেও একটু আকটু ঢু মারতাম ।
আর সেখানেও নানা ধরনের ছবির ফানি পোস্ট দেখতাম । মাঝে দু'একটির ভিতরে কমেন্ট করতাম
আবার ভালো না লাগলে কখন কখন কমেন্ট করতাম না । তবে ফেসবুক বন্ধ হওয়ায় কোন ক্ষতি হয় নাই
বা ক্ষতি হয়েছে কি না তা আপনেরা নিয়মিত যারা ফেবুর বক্ত কেবল তারাই ভালো জানেন আর তা নিয়ে
আমার কোন বক্তব্য নাই ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
কালের সময় বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
লালপরী বলেছেন: ১টা
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
কালের সময় বলেছেন: উত্তর হয় নাই ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কেউ নেই বলে নয় বলেছেন: চাক্কার দিকে তাকান। প্রাইভেট কারের চাক্কার মাঝে এতো ফাক থাকেনা।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
কালের সময় বলেছেন:
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন: ওরে খাইছে!!! আঁকছে তো জটিল। মাগার চাকার হিসাব গুলায়া ফেলছে। এইখানে একটাই আছে গাড়ি। এইটা দেইখাই বুঝা যায়। আর একটার বেশি থাকলে প্রশ্নও আসতো না এইখানে কয়টা গাড়ি। যেহেতু একটাই ও দ্বিধায় ফেলার মত - তাই প্রশ্নটাই উত্তর বলে দেয়!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
কালের সময় বলেছেন: এখানে গাড়ি আছে পাঁচটি
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
কালের সময় বলেছেন: এখানে গাড়ি আছে চারটি
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
প্রামানিক বলেছেন: হুম মনে হইতেছে একটাই কায়দা কইরা দুইটার মত দেখায়।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
হানিফঢাকা বলেছেন: পিছনের সাদা গাড়ি টা ধরলে গাড়ি কিন্তু দুইটা।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
কালের সময় বলেছেন: উত্তর সঠিক
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
রাশেদ রাহাত বলেছেন: চিত্রটি আপনি এঁকেছেন...?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
কালের সময় বলেছেন: আপনার কি মনে হয় আপনার আঁকা । তাহলে আপনারই । জি না আমি আঁকি নাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
1। vaLo drawing korse