|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
হাতে তার মেহেদি
পায়েও তার মেহেদি 
মাথায় তার ভরা চুল
খোপায় আছে গুজা লাল দুটি গোলাপফুল । 
  
ওগো হরিনী 
তোমার টানা টানা চোখ দুটি করেছে আমায় মুগ্ধ 
তোমার চাওনিতে 
সব কিছু যাই ভুলে 
ওগো তুমি আমার ভালোবাসা 
রেখ তোমার পাথর হৃদয়ে তুলে । 
 
তুমি মূর্তি হলেও
আছে তোমার অন্য রকম প্রাণ 
তুমি নিরব থেকে দেখ সব কিছু 
বলনা কাউকে কিছু 
তবুও কেন জানি ফিরে আছে তোমার পিছু ।
  
 
অন্যরকম এক অনুভূতি মায়া গড়া তোমাদের হৃদয় খানি
তোমরা যে বড় নিঃস্বার্থ 
তোমরা যে জনম দুঃখী 
কেউ বুঝে না তোমাদের দুঃখ ওগো জননী 
তোমরা যে বড় জনম দুখিনী ।
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১০
০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১০
আরণ্যক রাখাল বলেছেন: 
৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৩
০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৩
আবু শাকিল বলেছেন: মুগ্ধ  
৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৮
০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: বাহ বেশ তো! শুভেচ্ছা জানিয়ে গেলাম
৫|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:৩৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি! মেহেদি রাঙা মেয়ের শাদী ছিলো নাকি?
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ