![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মাত্র ডিম্বাণুর বিভক্তি থেকে জন্ম নেয়া দুটি শিশু। তাই হয়তো আইডেনটিক্যাল টুইন অথবা অভিন্ন এই যমজ শিশুর মধ্যে এতো টান। তা না হলে কাছাকাছি আসতেই একজন আরেকজনের হাত ধরে নিল । ক্রিস্টিয়ানা এবং ক্রিস্টিয়ানের জন্ম হয়েছে ৪এ জানুয়ারি।
তাদের হৃদয় ছোঁয়া সংবাদটি ইতিমধ্যে বেশ আলোরন সৃষ্টি করেছে। যা কয়েকদিনের মধ্যেই ৯০ হাজারবার শেয়ার হয়েছে বিভিন্ন সাইটে। ৬৬ লাখেরও বেশি মানুষ এটাকে লাইক দিয়েছেন। এই ধরণের ঘটনা নতুন না। ২০১৩ সালে এই ধরণের আরেকটি ঘটনা ঘটেছিল। একে অপরের হাত আঁকড়ে ধরে জন্ম নিয়েছিল যমজ দুই বোন। সে সময় সংবাদমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল ওদের গল্পও। ওদের মা সারাও কেমন অবাক হয়েছিলেন দুই মেয়ের পরস্পরের হাত ধরে জন্ম নেয়ার ঘটনায়। আসলে অভিন্ন যমজ শিশুদের মধ্যে একটা অলৌকিক টান থাকে বলে মনে করেন অনেকে বিশেষজ্ঞরাই। একজনের অসুখ করলে অন্যজনেরও অসুখ করে । একজনের মন খারাপ করলে বিষণ্ণ হয় অপর জনও এমনকি একজনকে মারলে অন্যটির ব্যথা লাগে বলেও জানা যায়।
বাবার বুকেও হাত ধরে আছে ক্রিস্টিয়ানা ও ক্রিস্টিয়ান একজন আরেকজনকে ছুঁয়ে থাকার শত চেষ্টা
ক্রিস্টিয়ানা এবং ক্রিস্টিয়ান সুস্থ হলেও তাদের একজনকে রাখতে হয়েছে ইনকিউবিটারে। এখনো নিজের ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে পারছে না সে শিশুটি ৷ আর তাই তো নিজের ক্ষুদে হাতটা বোনের দিকে এগিয়ে দিল অন্যজন। বাবা দুইজনকে বুকে তুলে নেয়ার পরও যেন হাত বাড়িয়ে দিয়ে বললো ভয় পাস নারে আমি তোর সাথেই আছি । অবাগ সৃষ্টি কর্তার সৃষ্টি দেখে অনেকেই ।
ছবিতথ্যসূত্রঃ ইন্টারনেট।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাই ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শেয়ারে জন্য। এই ভালোবাসাটা যেন সবার মাঝে ছড়িয়ে যায়।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
কালের সময় বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই ।এই ভালোবাসাটা যেন সবার মাঝে ছড়িয়ে যায়। সহমত ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর শেয়ার ভালো লাগলো ।
পাসরে না টাইপো আছে ঠিক করে নিয়েন ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই ঠিক করে দিয়েছি ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
আমি মিন্টু বলেছেন: ভালো লাগা থাকলো ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।