![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুপমা পেয়েছি তোমার চিঠি
তোমার ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখায়
মনে ভিতরে থাকা না দেখার অপেক্ষায়
বুকের ভিতর রেখেছি করে
সে পত্র একরাশ কষ্টের ফ্রেমে বাঁধায় ।
চিঠির উত্তরে কিছু লেখেছি বলে তেমন মনে হচ্ছে না ।
কি বা লেখব তাও যে খুঁজে পাচ্ছি না ।
তবু যতটুক পেরেছি দিয়েছি উত্তর
ধরে নিও এ বুকেও আছে তোমায় না দেখার
বহু কষ্টের পাথর ।
কাঁটাই দিন একা একা কষ্টের বালুচরে
শূণ্য এ বুকে
জেনে নিও তুমি একা নও
আছো তুমি যে ভাবে বেঁচে
আমি যে আছি সে একই দুখে ।
দিন যে কাঁটে না গুনে
মোবাইলফোনে কথা বলে
কিছু শান্ত হই
সে তোমার মুখে দুজনার দুখের কথা শুনে ।
ছবিঃ ইন্টারনেট
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
কালের সময় বলেছেন: ধন্যবাদ পথিক ভাইয়া । ভাল থাকবেন ।শুভকামনা থাকল ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
মেজদা বলেছেন: খুবই সুন্দর কবিতা। ধন্যবাদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর কবিতা -- মুগ্ধ হলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু ।অ্নেকদিন পরে আপনার মন্তব্য পেলাম ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রইলো। +
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় তানিমা আপু ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
জনৈক অচম ভুত বলেছেন: পত্রের এমন কাব্যিক জবাবে অনুপমা খুশি হবে নিশ্চয়ই।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ । না হয়ে উপায় কি বলুন ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বেশ পত্রের জবাব ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ । শুভরাত্রী ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
ঝালমুড়ি আলা বলেছেন: দারুন লিখেছেন ভাই ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
কল্লোল পথিক বলেছেন: বুকের ভিতর হাহাকার জাগানিয়া কবিতা।
ভাল লেগেছে।
শুভ কামনা জানবেন।