![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কইতাম
আমি না পারতাম
যতদিন দুঃখ আছে কপালে
নিরবে দেখতাম
আর ওই সব নিরবোধদের স্বাগতম জানাতাম
তোমাদের মতো বেকুপদের জানাই স্বাগতম
পাঠা খাইতে খাইতে হইয়া গেছে কেমন জানি লাঠা লাঠা
তাই তোমাদের মনও হইয়া গেছে পাঠা পাঠা।
তোমাদের জন্য প্রয়োজন এখন একনম্বর নারকেল শলার ঝাঠা ।
ধর্ম ক্যাচাল খাওয়া ক্যাচাল
তাদের সব কথাই লাগে আজ রসে ভরা ঝাঁল ।
এ দেশের ঘৃর্ণ রাজনীতি যতদিন শেষ না হবে ততদিন চলবে জাত নিয়ে এই ভেদাভেদ ।
আজ মোরা শিক্ষিত নামের অশিক্ষিতের ক্ষেত ।
জাতির আছে রাজনীতি শিক্ষার অভাব
তাইতো তাদের মধ্যে চলে দিন দিন নতুন নতুন ভীমরতির ভাব
দিন দিন হচ্ছে তাদের নিয়ম নীতি খারাপ
এটাই বুঝি তাদের ধর্ম এটাই বুঝি তাদের রাজনীতি স্বভাব ।
আইজ ধর্ম কাইল খাওয়া
তাদের এখন দরকার উপযুক্ত শাস্তি উপযুক্ত শিক্ষা পাওয়া ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৫০
কালের সময় বলেছেন: ধন্যবাদ । শুভরাত্রী ।
২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আবু শাকিল বলেছেন: দারুন কবি।
মুগ্ধ পাঠ।
কবিতাটা একজনকে দান করব
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
কালের সময় বলেছেন: কৃতজ্ঞতা থাকলাম তার জন্য ভাই
৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কবিতা।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
কালের সময় বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৪৭
মহা সমন্বয় বলেছেন: এটাই বুঝি তাদের ধর্ম এটাই বুঝি তাদের রাজনীতি স্বভাব ।
আইজ ধর্ম কাইল খাওয়া
তাদের এখন দরকার উপযুক্ত শাস্তি উপযুক্ত শিক্ষা পাওয়া ।