![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জগৎ সংসারে কি সব ব্যবধান
সমমিলিত চেষ্টায় ঘটে সব অবদান
পুরুষের কর্ম ক্ষমতা অফুরন্ত বৃদ্ধি পায়
তা নারী পুরুষের সমমিলিত প্রচেষ্ঠায়
জীবনের সর্ব ক্ষেত্রে থাকবে প্রতিযোগিতা
পুরুষের পাশে নারীরাও করেছে প্রমাণ তাদের যোগ্যতা ।
দুঃখের সংসারে সুখের আশা
থাকতে পারে তাতে নিরআশা
সর্বপুরি থাকবে আশা নিরআশা
তবু ছেড় না মনের প্রতি অক্লান্ত ভরসা।
কিছের জাত কিছের ধর্ম
মানব সভ্যতায় বুঝা আছে কার কর্ম
সবাই বলে নীতিই হল আসল পরিচয়
তবে কেন জাত ধর্মের এ ভয় ।
একটি মাত্র পৃথিবী আর তাতে একবার আসা
থাকতে হবে এখানে সর্বপুরির ভালবাসা ।
আঁকো যদি মনে জাত ধর্মের ছবি
তাহলে এ বিশ্বভুবনে পারবে নাকো হতে কবি
মনে কর এ সংসারে যা তুমি
সে একই রক্তে মাংসে মাটির গড়া মানুষ আমি ।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ মন্তব্যে অনূপেরিত হলাম ভাই ।
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: সে একই রক্তে মাংসে মাটির গড়া মানুষ আমি ।
মানুষের শেষ কথা।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫
কালের সময় বলেছেন: আবারও অনেক অনেক ধন্যবাদ বিজন রয় ভাই । ভালো থাকবেন ।
৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো । তবে একটু টাইপো দেখে নিলে বোধহয় ভালো হয় ।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ নীরপরি আপু ।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
* টাইপে সচেতন হতে হবে।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩
কালের সময় বলেছেন: ধন্যববাদ সুমন ভাই চেষ্টায় আছি ।
৫| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
জুন বলেছেন: ভালোলাগলো
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
কালের সময় বলেছেন: ধন্যববাদ জুনআপু ।
৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য লেখনী । +++
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
কালের সময় বলেছেন: ধন্যববাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: ভাল কবিতা।
++++