|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শীতের কাপুনী শেষ 
এলো ভাই গ্রীষ্ম 
পড়বে গা থেকে ফোঁটা ফোঁটা মুক্তর কণা
যেন ভাগ্যের  রোপণ  সে দানা
এ যেন অক্লান্ত পরিশ্রমের পরম পাওয়া
বয়ে বেরাচ্ছে সারা গা সে গরম হাওয়া
হবে কালো মেঘের দেশে পাহারের ঘর্ষণ
সেখান থেকে আসবে অগ্নিবর্ষণ
মাঁঝে মাঁঝে মারবে হুংকার দিবে গর্জন
আসবে হাওয়ায় ভেসে নতুন বর্ষণ ।  
আসবে মেঘ বালিকার নব বানী
ছলছল থৈ থৈ করবে পুকুরে নতুন পানি ।
নতুন বর্ষা এসেছে হৈ  হৈ রৈ রৈ
কিরে তোরা রহিলি কৈ ।।
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ৩১ শে মার্চ, ২০১৬  রাত ১০:২১
৩১ শে মার্চ, ২০১৬  রাত ১০:২১
কালের সময় বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু । নিয়মিত মন্তব্য করে অনুপেরিত করায় কৃতজ্ঞতা জানবেন ।
২|  ০১ লা এপ্রিল, ২০১৬  রাত ২:০০
০১ লা এপ্রিল, ২০১৬  রাত ২:০০
ঝালমুড়ি আলা বলেছেন: আপনি ভালো কবিতা লিখেন ।+++
  ০২ রা এপ্রিল, ২০১৬  ভোর ৪:১৬
০২ রা এপ্রিল, ২০১৬  ভোর ৪:১৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৩|  ০১ লা এপ্রিল, ২০১৬  বিকাল ৫:২৪
০১ লা এপ্রিল, ২০১৬  বিকাল ৫:২৪
কালনী নদী বলেছেন: বাহ অনেকদিন পর গ্রাম-বাংলার স্বাদ পেলাম আপনার কবিতায়!
বৃষ্টির শোভেচ্ছা রইল।
  ০২ রা এপ্রিল, ২০১৬  ভোর ৪:১৬
০২ রা এপ্রিল, ২০১৬  ভোর ৪:১৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৬  বিকাল ৫:৪০
৩১ শে মার্চ, ২০১৬  বিকাল ৫:৪০
নীলপরি বলেছেন: নতুন বর্ষা এসেছে হৈ হৈ রৈ রৈ
 
 
কিরে তোরা রহিলি কৈ ।।
এই যে সবাই আছি ।
ভালো লাগলো কবিতা ।