|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কর্মে গিন্নিপনা
চুল বাঁধা 
নির্মম দুঃসাধ্য 
ঘর বিপাক রচনা ।
শুধু শুধু বেতাল তর্ক
চলে বেতাল বিতর্ক
আহা! কি কেকা
আহা! কি কুহু
অগ্রগামী মন
তবুও সে চির আপন ।।
কথায় কথায় স্বামীদের সাথে ঝগড়া আর ইন্দিয়ান সিড়িয়াল দেখা এগুলোই কিন্তু বর্তমান শ্ত্রীগণদের প্রধান ।অনেক সময় এসব করতে করতে নিজেদের চুল বাঁধার কথাও ভুলে যান ।
আর পারেন যদি সে চুল স্বামীদের হাতে বাঁধান।
দিনকে দিন তাদের সাহস বেড়েই চলছে । তারা যতক্ষণ সময় ঘরে একা থাকেন ততক্ষন শুধু ভাবেন স্বামী আসুক আইজ ঘরে মজা দেখাইমু ।
হুম কত ধানে কত চাউল । পাশের কালার টেলিভিশন আর আমার ঘরে সাদাকালো টেলিভিশনও নাই ।এমন এমন কথা বলবে যে কথার কোন সীমা নাই । হুম সবই বুঝি তবুও তারা আমাদের শ্ত্রী আমরা তাদের স্বামী । বিয়ের পরে বাবা মা ভাই বোন সব ছেড়ে আমাদের হাত ধরে বাপের বাড়ির মায়া ছেড়ে সেই যে স্বামীর ঘরে উঠে লাল শাড়ী নতুন বউ সেঁজে । আর সে ঘর থেকে নামে সাদা শাড়ী পড়ে ।তাদের কথা গুলো কখন ময়ুরের ডাক কখনও বা ককিলের ডাক । তাদের সুখ দুঃখে আমরা আমাদের সুখ দুঃখের সঙ্গি তারা ।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৩ শে এপ্রিল, ২০১৬  রাত ১:০৭
২৩ শে এপ্রিল, ২০১৬  রাত ১:০৭
কালের সময় বলেছেন: ঠিকই ধরছেন ভাই । 
২|  ০৭ ই এপ্রিল, ২০১৬  রাত ৩:১৯
০৭ ই এপ্রিল, ২০১৬  রাত ৩:১৯
কালনী নদী বলেছেন: 
  ২৩ শে এপ্রিল, ২০১৬  সকাল ১১:০৭
২৩ শে এপ্রিল, ২০১৬  সকাল ১১:০৭
কালের সময় বলেছেন: ভালো তবে একটু কম মাইরেন ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬  রাত ২:০৪
০৭ ই এপ্রিল, ২০১৬  রাত ২:০৪
কালনী নদী বলেছেন: হাহা হাহা মনে হয় ভাই আজকে ভাবির কাছে জারি খাইছে, তাই শেষের দিকে পাম মারছেন!
সত্যিই ভাই উনারাইতো মহারাণী।