![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি অজগর হাঁটতে হাঁটতে হঠাৎ করে
একটি শত বছরের পুরনো গভীর নল কূপে পরে গেল ।উপর থেকে নিচে দেখলে কূপটির ভিতরে শুধু অন্ধকারে ঢাকা কুয়াশা দেখা যায় । অজগরটি কূপে পরার পর থেকে সে উপরে ওঠার অনেক চেষ্টা চালালো । কিন্তু তার সব চেষ্টা ব্যার্থ হল সে কোন ভাবেই উপরে উঠে আসতে পারল না ।
উপরে আসার প্রচুর চেষ্টা ও পরিশ্রমের সাথে যেমন ক্লান্ত তেমন ক্ষুদায়ও সে পাগল হয়ে গেল । কূপে চেয়ে দেখল যে খাবার আছে তা দিয়ে তার কয়েকদিনের খোরাক হবে । তাই সে তখনকার মত
উপরে ওঠার ব্যার্থ চেষ্টা থেকে বিরত নিল ।
অজগরটি প্রথম দিন একটি খরগোশ খেয়ে তার খাবারের পর্ব শেষ করল ।এভাবে দীর্ঘ এক বছরে সে কূপে থাকা সব খাবার খেয়ে শেষ করল ।
সব খাবার শেষে এক মাসের মত কূপে কোন খাবার না থাকায় সে খাবার থেকে বিরত নিল । এক মাস পরে না খেয়ে থাকতে থাকতে তার এতটা খিদে পেল
যে অবশেষে সে আর অন্য কোন খাবার না পেয়ে প্রথমে শুরু করল তার নিজের শরীরের লেজ থেকে খাবার । আর এভাবে প্রতিদিন একটু একটু করে খেতে খেতে একটি সময় নিজেকে নিজেই সে খেয়ে নিল ।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
কালের সময় বলেছেন: একটি অজগর সাপের গল্প ছিল
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
ইলা বলেছেন: ছাত্রলীগ, যুবলীগ।---------- লীগ। খাই খাই!!!
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
কালের সময় বলেছেন: ইহা গল্প মাত্র ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
আরণ্যক রাখাল বলেছেন: হে হে
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
কালের সময় বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অ্যা? কি গল্প ছিল এইটা?