নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

সুখের দীপ জ্বালো

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১





জানি গো তুমি হাসতে জানো

হাসিতে তুমি ফাগুন আনো,

ফাগুন দিনে সুরের রানী

সুরটা বড় আপন জানি।

আপন বলে স্বপন জাগে

স্বপন দিলে জীবন রাগে,

জীবনে এলে হৃদয় নিলে

হৃদয় জ্বলে আকাশ নীলে।

আকাশ কালো মেঘের ছোঁয়া

মেঘটা যেন ধূম্র ধোঁয়া,

ধূম্র কেটে সুখের আলো

সুখের দীপ দু'জনে জ্বালো।



























ফোটুক দিছে গুগলি মামা ;-)

ফোটুকে ফোটুকে যাযুনামা :-)



মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

রাতুল_শাহ বলেছেন: ভাল

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

যাযাবর৮১ বলেছেন:
"ভাল"

প্রিয় রাতুল অভিমান করে না
এতো অল্প বলে না
নারে নারে না /:) :(( :(( :(( :(( :((

কেমন আছেন ভাইজান? :)

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: ফোটুক দেখতে দেখতে তো কবিতা ভুলে গেলাম!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

যাযাবর৮১ বলেছেন:

শায়মা দেখে ফোটুক :)
কবিতার ফুল ফুটুক :-B


কেমন আছেন আপুজান? :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা সুন্দর ছবি

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

যাযাবর৮১ বলেছেন:
সুন্দর কবিতা সুন্দর ছবি :)
মহাশয়,
আমি এক যাযাবর কবি :-B


ভাইজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :) )


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: দারুণ ছন্দময় কোবতে আর ভালবাসার ছবি নিয়ে যাযুনামা চমৎকার হইছে :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

যাযাবর৮১ বলেছেন:

মামুন রশিদ ভাইজান কইছে :)
যাযুনামা চমৎকার হইছে :D

হরে রেরে রেরে আমায় পায় এবার কেরে !:#P !:#P !:#P
বাঁধনহারা যাযু কবি লাফায় আনন্দেরে :-B :-B :-B


ভাইজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মিজান আনোয়ার বলেছেন: কবিতা এবং ছবি। দুটাই সুন্দর হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

যাযাবর৮১ বলেছেন:


কবিতা এবং ছবি দুটাই হয়েছে সুন্দর :D
আহা আনন্দে নাচে যাযুর অন্তর !:#P


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মিজান আনোয়ার বলেছেন: কবিতা এবং ছবি। দুটাই সুন্দর হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

যাযাবর৮১ বলেছেন:

কৃতজ্ঞ চিত্তে করেছি আপনারে গ্রহন :)
জয় করেছেন অধম যাযাবরের মন। :-B

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ .... ছন্দে ছন্দে অপূর্ব :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

যাযাবর৮১ বলেছেন:

বাহ্ .... ছন্দে ছন্দে অপূর্ব :)
আহ্.....বন্দে বন্দে অনুপূর্ব :-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছবি গুলো আসলেই সুন্দর................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

যাযাবর৮১ বলেছেন:

লাগলো বুঝি ভাল
দূর হোক আধার কালো,
সর্বক্ষণ থাকুন ভাল
জীবনে আসুক আলো।:)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

ভিয়েনাস বলেছেন: কবিতার সাথে ছবি গুলো দারুন মানিয়েছে.....

ভালো লাগলো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

যাযাবর৮১ বলেছেন:

কোবতের সাথে ফোটুক B-)
প্রশংসার ফুল ফুটুক :-B


কেমন আছেন ভিয়েনাস? :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাথা দুলিয়ে দুলিয়ে পড়লাম যাযাবর ভাই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

যাযাবর৮১ বলেছেন:

সুর তুলতে দুলছি :)
মনের কথা বলছি :-B
আমার প্রাণে গান! :#P
এ যে স্রষ্টারি দান। :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: গীতিকবিতা ভালো হয়েছে কবি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

যাযাবর৮১ বলেছেন:


হাসান ভাইজান বলেছেন-

গীতিকবিতা হয়েছে ভালো

তব জীবনে আসুক আলো :)
দূর হোক আঁধার কালো :)
ভাইজান থাকুন খুব ভাল :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছবিগুলো কিউট। ++++ :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

যাযাবর৮১ বলেছেন:

তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন ছবিগুলো Cute :) :)
হায় হায় হায় কবিতার ব্যাপারে আপনি কেন Mute :( :(


আপুজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :)



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবি-কাব্য দারুণ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

যাযাবর৮১ বলেছেন:

যাযাবরের দিল খুশ হুয়া :)
অন্তর থেকে করি যে দুয়া :)



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে!!!!!!! কত দিন পর আপনার পোষ্ট পেলাম!!! আশা করি ভালো আছেন!! ছবির কাব্যে ভালো লাগা!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

যাযাবর৮১ বলেছেন:

কাল্পনিক ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম :)


অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.