![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক অচেনা স্থানে ছিলাম বন্দি, কারও সহায়তায় সেখান থেকে মুক্ত হয়ে এলাম এক নতুন রঙমঞ্চে, দিবানিশি চলে হেথা অভিনয়, নানা চরিত্রে, নানান ঢংয়ে, একসময় পড়বে মঞ্চে পর্দ্দা, চলে যাব আবার কোন সদূরে.. চিরস্থায়ী ঠিকানা অন্বেষণে।
সামহোয়ার ইন ব্লগ বাংলা ভাষার সর্ববৃহৎ ব্লগিং সাইট। অনেক দিনের স্বপ্ন আমি ব্লগ লিখব। কিন্তু বিভিন্ন কারনে অনেকদিন ধরে একাউন্ট খুলেও একটি ব্লগও লেখা হয়নি। আমি আপনাদের অনেক অভিজ্ঞ ও পুরোনো ব্লগারদের মধ্যে নতুন এক আগন্তুক। জানিনা আপনাদের মত সুন্দর করে লিখতে পারবো কিনা। তবে চেষ্টা করব, ভালো এবং গঠনমূলক কিছু করতে।
আমি শেয়ার করতে চাই আমার ক্ষুদ্র যাযাবর জীবনের ছোট ছোট কিছু মজার অভিজ্ঞতা। শিক্ষনীয় বিষয়, অথবা নিজের একান্ত ব্যক্তিগত চিন্তাকর্ম বা পরিবেশ থেকে নেওয়া কিছু বাস্তব মজার অভিজ্ঞতা। চেষ্টা করব কারো মনে কষ্ট না দিয়ে নিজের মতামত বা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে।
আমি পছন্দ করি ছবি তুলতে, যদিও নিজের কোন ক্যমেরা নেই। পুরোনো একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল দিয়ে মাঝে মাঝে চেষ্টা করি দুয়েকটি ছবি তোলার। তার একটি শেয়ার করলাম, পর্যায়ক্রমে ভালো ছবি তুলতে পারলে তা অবশ্যই ব্লগে শেয়ার করব।
এটি একটি লতানো ফুলের গাছ। ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তোলা। ফুলটি খুব সুন্দর লেগেছিল।
সকল বড়ভাই (বড় ব্লগার) (সিনিয়র ব্লগার) ভাই ও আপুদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া প্রার্থী।
ধন্যবাদ সবাইকে যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমার প্রথম প্রয়াসটি পড়লেন।
আর একটি কথা বলে আমার কলম সরি আঙ্গুল থামাতে চাই, সবা্র কাছে আমার প্রার্থনা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, অথবা ভালো ব্লগিং করার জন্য যেকোন পরামর্শ/সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন।
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
যায্যাবর বলেছেন: প্রথম ব্লগিং এর প্রথম মন্তব্যকারী হিসেবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসরীন আপু। সঠিক পথে সঠিক অনুপ্রেরণা মানুষকে অনেকদূর নিয়ে যায়। আমিও চাই সবার প্রেরণা ও উৎসাহে ভালো কিছু করতে। শুভকামনার জন্য আবারো আপনাকে অনে.......ক শুভকামনা।
২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
যায্যাবর বলেছেন: শুভ ব্লগিং.... মন্তব্যে উৎসাহ প্রদানে ধন্যবাদ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২১
ক্লে ডল বলেছেন: সুস্বাগতম!! নিজের অভিজ্ঞাতা শেয়ার করুন, অন্যের অভিজ্ঞতা জানুন। ভাল লাগা মন্দ লাগা জানান। অল্প দিনেই ব্লগের মায়ায় জড়িয়ে যাবেন।
আপনি যে ফুলের ছবি তুলেছেন ওটা আমারও খুব ভাল লাগে।বাসায় লাগিয়েছিলাম, বাচেনি! ওর নাম তরুলতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২
যায্যাবর বলেছেন: নিজের অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা আছে। তবে বেশি ইচ্ছা আপনাদেরগুলো জানা, এটাই আমার বেশি ভালো লাগে, তাছাড়া আমি তেমন একটা গুছিয়ে কোনকিছু লিখতে পারি না।
৪| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
আনিসা নাসরীন বলেছেন: এখানের সবাই খুব সাহায্য করে,তাই আপনার পথচলা এখানের অনেক ভালো হবে আশা রাখি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
যায্যাবর বলেছেন: পুনরায় ফিরে এসে মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ। জ্বী আপনার কথা ঠিক।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২১
অন্তু নীল বলেছেন:
স্বাগতম স্যামু পরিবারে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪
যায্যাবর বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে আনন্দিত।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
নূর আলম হিরণ বলেছেন: ফেইসবুকের থেকে ব্লগেই ভালো লাগে বেশি। সামুর মত ব্লগে আপনারও ভালো লাগবে আশাকরি। শুভকামনা রইল। আমিও আপনার মত নতুন বাট আইডি চালু করেছি বেশ অনেকদিন আগেই। লিখার চেয়ে পড়তেই ভালো লাগে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫
যায্যাবর বলেছেন: হিরণ ভাই একদম ঠিক। আমি এখন তো ফেবু প্রায় ইউজ করিই না বলা চলে। তবে আইডিটা নতুন হলেও সামুর সঙ্গে রয়েছি ২০০৮-৯ এর দিক থেকেই মনে হয়।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
মাহমুদ০০৭ বলেছেন: শুভ ব্লগিং ভাই । আশা করি বড়ভাই (বড় ব্লগার) (সিনিয়র ব্লগার) ভাই ও আপুরা আপনাকে দোয়া দিতে পিছপা হবেন না ।
আপনার প্রফাইলের কথামালা ভাল লাগল । ভাল অভিনয় দেখতে সবসময়েই মজা পাই , তা যে মাধ্যমেই হোক না কেন ।
দক্ষ অভিনেতারাই কেবল নতুন বোতলে পুরোনো মদ পরিবেশন করতে পারেন ।
আপনার লেখার অপেক্ষায় রইলাম । শুভেচ্ছা রইল ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭
যায্যাবর বলেছেন: মাহমুদ০০৭: শুভ ব্লগিং ভাই। বড় ভাই ও আপুরা নিশ্চয় আমাকে অনেক দোয়া করেছেন, নইলে কি আর এতদিন পরে ফিরে আসতে পারলাম এই আইডিতে। জীবন নামের রঙ্গমঞ্চের কোটি অভিনেতাদের অভিনয়টায় আমি সবচেয়ে মজা পাই।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫
ট্রাভেলার মাসুদ বলেছেন: ফুলের ছবিটা চমৎকার সুন্দর।
সুন্দর মনের মানুষ-ই এমন চমৎকার ছবি উঠাতে পারে।
শুভকামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১২
যায্যাবর বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ ভাই। মনটা সুন্দর কি না জানিনা তবে সব সময় পছন্দ করি সুন্দর কিছু দেখতে আর তা পুরো উপভোগ করতে।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: হ্যাপি ব্লগিং টাইম !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১২
যায্যাবর বলেছেন: ধন্যবাদ আপু! হ্যাপি ব্লগিং টাইম ইউ ঠু !
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৩
আনিসা নাসরীন বলেছেন: আপনাকে স্বাগতম। সুন্দর হোক আপনার পথ চলা।।