নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুদিনের অভিবাসী, মেয়াদ আর নেই বেশিদিন, রঙমঞ্চের যবণিকাপাত, নতুন ঠিকানা, একেবারে। তাই চেষ্টা করি ভাল অভিনয় করতে, যেন কারও মনে কষ্ট না লাগে, সবাই মুগ্ধ হয়, আনন্দ পায়।

যায্যাবর

কোন এক অচেনা স্থানে ছিলাম বন্দি, কারও সহায়তায় সেখান থেকে মুক্ত হয়ে এলাম এক নতুন রঙমঞ্চে, দিবানিশি চলে হেথা অভিনয়, নানা চরিত্রে, নানান ঢংয়ে, একসময় পড়বে মঞ্চে পর্দ্দা, চলে যাব আবার কোন সদূরে.. চিরস্থায়ী ঠিকানা অন্বেষণে।

যায্যাবর › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস মালিকপক্ষের প্রতারণা, হঠাৎ কর্মহীন অসহায় শ্রমিক, ক্ষুব্ধ, কী হবে ভবিষ্যৎ???

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

মালিকপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুরের একটি গার্মেন্টেসএ শ্রমিকদের না জানিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। মালিকপক্ষ গার্মেন্টসটি আশুলিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিলে শ্রমিকদের পাওনা আদায় নিয়ে এ অসন্তোষের সৃষ্টি। গতকাল রাতে শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় সকল শ্রমিকের দেনা-পাওনা মিটিয়ে প্রতিষ্ঠানটি সরানো হবে। কিন্তু আজ সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে দেখে প্রধান গেটে তালাবদ্ধ। তারা এটা দেখে সকলে ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে দেয়।

ভিডিও দেখুন।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীতিহীনতা সবখানে!!!

যাদের দিয়ে আয় করে আজ তারা কোটিপতি- তাদেরই সাথৈ প্রতারণা!!!!

শেইম!

আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

যায্যাবর বলেছেন: বিদ্রোহী ভৃগু নামটি স্বার্থক করলেন ভায়া, সত্যি অনেক কষ্ট হয় এসব শ্রমিকদের দেখলে। আরও বেশি কষ্ট হয় তাদের মালিকদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.