নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুদিনের অভিবাসী, মেয়াদ আর নেই বেশিদিন, রঙমঞ্চের যবণিকাপাত, নতুন ঠিকানা, একেবারে। তাই চেষ্টা করি ভাল অভিনয় করতে, যেন কারও মনে কষ্ট না লাগে, সবাই মুগ্ধ হয়, আনন্দ পায়।

যায্যাবর

কোন এক অচেনা স্থানে ছিলাম বন্দি, কারও সহায়তায় সেখান থেকে মুক্ত হয়ে এলাম এক নতুন রঙমঞ্চে, দিবানিশি চলে হেথা অভিনয়, নানা চরিত্রে, নানান ঢংয়ে, একসময় পড়বে মঞ্চে পর্দ্দা, চলে যাব আবার কোন সদূরে.. চিরস্থায়ী ঠিকানা অন্বেষণে।

যায্যাবর › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন বন্ধ থাকার পর হঠাৎ পুরোনো ডাইরী\'র মধ্যে খুঁজে পাওয়া আইডি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

কি যে ভালো লাগছে, তা ভাষায় বলে বোঝানো সম্ভব হচ্ছে না। সামু ব্লগে আমি অনেকদিন ধরেই নিয়মিত ছিলাম। কিন্তু মাঝখানে ব্যক্তিগত কিছু কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম সামু থেকে। তো অনেকদিন পরে হঠাৎ করে ডাইরীর পাতায় এই আইডির তথ্যগুলি খুঁজে পেলাম। যদিও প্রথম লগইন করতে সমস্যা হয়েছিল, কিন্তু তথাপি পরবর্তীতে পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে লগইন করতে পারলাম। ইশ খুশিতে বুকটা ভরে উঠছে। অনেকদিন পর আইডিটা ফিরে পেয়ে সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এই আইডিতে আমি তেমন কিছু লিখতে পারিনি, কিন্তু তবুও একটা পুরোনো সেফ আইডি ফিরে পাওয়াটাও তো কম কিছু নয়। এখন থেকে চেষ্টা করব আইডিটা কন্টিনিউ রাখতে।

আমি ব্লগে আছি সম্ভবত ২০০৮ অথবা ০৯ সাল থেকে। তবে আমার নিয়মিত আইডি পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটা অসুখ থাকায় কিছুদিন কোন মেইল বা ব্লগ আইডি ইউজ না করলে পরে আর তা মনে থাকে না। এভাবে কত আইডি যে নষ্ট হয়েছে আমার তার সংখ্যাটাও মনে নেই। আর আমার আরো একটা বদ স্বভাব কোন তথ্যই আমি হার্ডকপিতে রাখি না, ভার্চুয়ালিও রাখি না, তাই একবার ভুলে গেলে পরে আর তা উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠে না। এভাবে হারিয়েছি আমার ভ্যারিফায়েড পে-প্যাল পাসওয়ার্ড, ফ্রীল্যান্সার আইডি ও পাসওয়ার্ড, মানিবুকার, ওডেস্ক, ফ্ল্যাসডেন, ফ্লিকার, টুইটার, স্ন্যাপচ্যাটসহ আরও অনেক অনেক আইডি।

অথচ এত্ত এত্ত আইডি হারানোর পরও আমার সেই বদভ্যাস দূর করা হয়ে উঠেনি, মানে এখনও আমি কোথাও আমার কোন আইডি বা পাসওয়ার্ড লিখে রাখি না। এবং যথারীতি খোলার পর দুয়েক সপ্তাহ ব্যবহার না করেই ভুলে যাই।

যাহোক আপনা ঢাক বাজানো আপাতত বন্ধ করি ভাই, আপনারা নিশ্চয় পড়ে অনেক বিরক্ত হলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এইসব ফালতু প্যাচাল পড়ার জন্য আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

খালেদা আকতার বলেছেন: আমিও তাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

যায্যাবর বলেছেন: মানে আমার মত ভুলোমনা, নাকি আনমনা, উদাসীন। যাক একজন অন্তত পেলাম যিনি আমার কষ্টটা বুঝলেন এবং মজা পেলাম আপু যে আপনিও আমার মতই দেখে। দীর্ঘদিন পরে প্রথম পোষ্টে আপনার প্রথম মন্তব্য আমাকে বিমোহিত করলো, আন্তরিক ধন্যবাদ রইল ম্যাম আপনার জন্য।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: WELCOME BACK

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

যায্যাবর বলেছেন: ধন্যবাদ ঠাকুর সাহেব।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আপনার অন-লাইন ব্যাংকিং'এর আইডি ও পাসওয়ার্ড যাতে না ভুলেন, সেটার জন্য আমার কাছে জমা রাখতে পারেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

যায্যাবর বলেছেন: হাঃ হাঃ হাঃ দারুণ আইডিয়া তো! বুঝলাম! আমেরিকায় বইসা আপনে এইগুলাই করেন! এর লাইগ্যাই আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড়লোকের দ্যাশ। আইডিয়াটা দারুণ ভাইজান। দেখি আগেরগুলা তো ভুলে গেছি, নতুন করে যেগুলা ওপেন করব সেগুলার আইডি আপনার জিম্মায় দিয়ে দেবো। আপনি খালি ডলার লোড করবেন আর আমি খালি সেগুলা উঠাই নিমু।

ধন্যবাদ জনাব, সুন্দর একটি মন্তব্যের জন্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালো খবর। দেখি কিরাম লিখতে পারেন...;)


মোর হালি খানেক সেফ আইডি আছে। ডাইরিতে টুকে রাখছি। ভাবছি আইডির দোকান খুলমু;)
আইডি লাগবে, আইডি... :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

যায্যাবর বলেছেন: ভালো খবর তো বটেই। যেন পুরোনো প্রেমিকার দেখা পেলাম। আর ১ হালি আইডি নিয়া যদি আপনে আইডির দোকান খোলেন তাইলে তো আমাকে আইডির হোলসেলার হতে হবে, যদি এভাবে একে একে পুরোনো আইডিগুলো উদ্ধার করতে পারি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Welcome back

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

যায্যাবর বলেছেন: ধন্যবাদ হোসেন ভাই।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নজসু বলেছেন:



আপনাকে আমাদের মাঝে পেয়ে ভালো লাগছে।
পাসওয়ার্ড হারানোর সুগুণটি আমারও আছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

যায্যাবর বলেছেন: আমি আপনাদের মাঝে থাকতেই বেশি ভালোবাসি। যদিও মাঝে আমার অনেক আইডি ব্যান হয়েছে বা পাসওয়ার্ড ভুলে গেছি, নয়তো লগইন নেম অথবা ইমেইল-ই ভুলে গেছি।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

শিখা রহমান বলেছেন: ব্লগে আপনার পুনঃযাত্রা আনন্দময় হোক।

শুভকামনা নিরন্তর!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

যায্যাবর বলেছেন: ধন্যবাদ আপি, শুভকামনা আপনার জন্যও।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবছিলাম আরো পুরানা ;)

অখন দেখী ২ বছর ৭ মাস :P হা হা হা

স্বাগতম স্বাগতম
লিখুন অবিরাম :)

+++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

যায্যাবর বলেছেন: আপনার ভাবনা ঠিকই আছে। আমি পুরানাই কিন্তু এই আইডিটা ২ বছর ৭মাস বয়সের। ধন্যবাদ বিদ্রোহী সাহেব, চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট করতে।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: আসুন। থাকুন।
লিখুন। পড়ুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

যায্যাবর বলেছেন: এসে গেছি ফটোগ্রাফার, লিখতে পারি কি না জানিনা তবে পড়তে অনেক ভালো পারি। ধন্যবাদ উৎসাহিত মন্তব্য প্রদানে।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

ভুয়া মফিজ বলেছেন: এক কাজ করেন, ব্লগের পাসওয়ার্ডটা অন্ততঃ নিজের নামে করেন। জীবনেও আর ভুলবেন না।
এবার মন দিয়ে ব্লগান। প্রত্যেকদিন অন্ততঃ এক ঘন্টা রুটিন করে ব্লগান, জীবন আনন্দে ভরে উঠবে। ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

যায্যাবর বলেছেন: ভুয়া ভাইয়ের ভুয়া আইডিয়া! নিজের নামে পাসওয়ার্ড দেই আর পরিচিত হওয়ার পর আপনারা যাতে ইচ্ছেমত হ্যাকাইয়া আমার বােরোটা বাজান আরকি। হুম তবে পরের আইডিয়াটা দারুণ এইটা একদমই ভুয়া না, ১০০% কার্যকর।
অন্নেক ধইন্যবাদ মফিজ সাহেব দারুন দারুণ এবং দারুণ আইডিয়া দেয়ার জন্য।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

মৃত্যু হবে একদিন বলেছেন: Welcome back

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

যায্যাবর বলেছেন: ধন্যবাদ ভাই, একদিন নিশ্চয় আপনার সঙ্গে দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.