![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক অচেনা স্থানে ছিলাম বন্দি, কারও সহায়তায় সেখান থেকে মুক্ত হয়ে এলাম এক নতুন রঙমঞ্চে, দিবানিশি চলে হেথা অভিনয়, নানা চরিত্রে, নানান ঢংয়ে, একসময় পড়বে মঞ্চে পর্দ্দা, চলে যাব আবার কোন সদূরে.. চিরস্থায়ী ঠিকানা অন্বেষণে।
আজ সারা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস! মিডিয়া, সাম্রাজ্যবাদী আর পুঁজিপতিদের আরো একটি ব্যবসায়িক পলিসি। এই যে আমরা বিশ্ব ভালোবাসা দিবসের নামে পথে-ঘাটে, পার্কে-হোটেলে, বাস-সিএনজি-রিকশায় বসে ইচ্ছেমত ভালোবাসা বিনিময় করে চলেছি আর লাভ হচ্ছে ফুল ব্যবসায়ী, বই ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, গাড়ী ব্যবসায়ী, ইত্যাদি ইত্যাদি।
আসলে কি ভালোবাসার জন্য কি কোন দিন ক্ষণ বা তারিখ নির্দিষ্ট করার প্রয়োজন রয়েছে? আমার তা মনে হয় না। ভালোবাসতে মন লাগে, তার জন্য না প্রয়োজন কোন নির্দিষ্ট দিন, তারিখ বা সময়। তবে এখনকার কথা অবশ্য ভিন্ন, এখন ভালোবাসতে মন নয় পর্যাপ্ত টাকা লাগে, স্ট্যাটাস লাগে, হ্যান্ডসাম হওয়া লাগে, স্মার্ট হওয়া লাগে, ফেসবুক লাগে, ইমো লাগে, ভাইবার লাগে হোয়াটসআপ ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি লাগে।
আমি মানি আর না মানি আজ বিশ্ব ভালোবাসা দিবস' এটাতে কোন ভুল নেই তাই সবাইকে দিবসের মর্যাদা রেখে অফুরন্ত ভালোবাসায় ভেসে থাকার শুভকামনা জানাচ্ছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
যায্যাবর বলেছেন: ঠিক বলেছেন ভাই, চারিদিকে তাকালে এমন অনেক কিছু নজরে পড়ে আর হৃদয়টা কাঁদে কষ্টে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
ঢাবিয়ান বলেছেন: এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে '' আজকের দিনে কোন অবস্থাতেই আপনার মেয়ে বা বোনকে বাসার বাইরে যেতে দেবেন না।'' একমত না হবার কোন কারন দেখছি। যেসব ছবি ফেবুকে ঘুরে বেড়াতে দেখছি তা বড়ই উদ্বেগজনক।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
যায্যাবর বলেছেন: ১০০% একমত। অবশ্যই একমত। আজ সারা দেশে কত মেয়েরা যে এই ফাঁদে পা দিয়ে তাদের সর্বস্ব হারাবে তার হিসেব কে রাখবে বলুন, তাই যার যার অবস্থান থেকে যতটুকু পারা যায় নিজেদের পরিবারকে সেফ রাখার চেষ্টা করা উচিত।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: মানুষের মধ্যে ভালোবাসা কমে গেছে। মানুষ হয়ে পড়ছে হিংস্র।