নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুদিনের অভিবাসী, মেয়াদ আর নেই বেশিদিন, রঙমঞ্চের যবণিকাপাত, নতুন ঠিকানা, একেবারে। তাই চেষ্টা করি ভাল অভিনয় করতে, যেন কারও মনে কষ্ট না লাগে, সবাই মুগ্ধ হয়, আনন্দ পায়।

যায্যাবর

কোন এক অচেনা স্থানে ছিলাম বন্দি, কারও সহায়তায় সেখান থেকে মুক্ত হয়ে এলাম এক নতুন রঙমঞ্চে, দিবানিশি চলে হেথা অভিনয়, নানা চরিত্রে, নানান ঢংয়ে, একসময় পড়বে মঞ্চে পর্দ্দা, চলে যাব আবার কোন সদূরে.. চিরস্থায়ী ঠিকানা অন্বেষণে।

যায্যাবর › বিস্তারিত পোস্টঃ

সকলে সাবধান থাকুন। সামু আজ আবার হামলার শিকার

১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

কোন ব্লগারের সঙ্গে যদি কাভা ভাই বা অন্য কোন মডারেটর এর যোগাযোগ থাকলে জরুরি ভিত্তিতে তাদের জানানোর ব্যবস্থা করুন।

সকল সম্মানিত ব্লগারগণের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আবার মাত্র কিছুক্ষণ পূর্বে কেউ একজন সামুতে নতুন আইডি খুলে বাজে ছবি কমেন্টে আপলোড করছে। তাই সকলকে অনুরোধ সবাই পোষ্টের কমেন্ট অপশন আপাতত বন্ধ রাখুন অথবা মডারেটরগণ কিছুদিন সক্রিয় থাকুন। সবচেয়ে ভালো হয় আপাতত কিছুদিন মনে হয় নতুন রেজিষ্ট্রেশন অপশন বন্ধ রাখা অথবা নতুন আইডি থেকে কমেন্ট অপশন বন্ধ রাখা।

গার্বেজটা ঘণ্টাখানেক আগে আইডি ওপেন করে বিপুল বাজে মন্তব্য পোষ্ট করেছে।

সবসময় মডারেটরগণ যদি ব্লগের উপর নজর রাখতে না পারেন তাহলে কোন একটি জরুরী যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া উচিত যেন কোন ব্লগারের চোখে এসব নোংরামো ধরা পড়া মাত্র তা জানানো যেতে পারে। আর কমেন্টে রিপোর্ট করার একটা অপশন রয়েছে, সেখানে রিপোর্ট করে কি কোন ফল পাওয়া যায়? কারো জানা থাকলে দয়া করে জানাবেন। আর একটু আগে দেখলাম কা_ভা ভাই এসেছেন আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এইসব জঞ্জাল মুক্ত হয়ে যাব।

তবে যে সকল লেখকগণ অনলাইনে আছেন এবং যাদের যাদের পোষ্টে এসব কমেন্ট আক্রমণ হয়েছে তারা কয়েকজন তা নিজ দায়িত্বে তা ডিলিট করেছেন। কিন্তু অনেকেই দেখলাম এখনও তা ঝুলিয়ে রেখেছেন। ঠিক বুঝতে পারছি না কেন। যদি তারা কমেন্ট ডিলিট করতে না পারেন তাহলে কমেন্টের উপরের ডান কোনায় দেখুন কয়েকটি বাটন রয়েছে: রিপ্লাই, ডিলিট, আপত্তিকর বা রিপোর্ট দেওয়ার জন্য। জাষ্ট লাল ক্রশ বাটনটি ক্লিক করলেই সতর্কবার্তা দেখাবে তাতে ইয়েস করলেই তা ডিলিট হয়ে যাবে।

কয়েকদিন আগে একজন ব্লগার তা ডিলিট করার অনুরোধ করলে লেখক বাজেভাবে মন্তব্য করেছিলেন যে তা না কি ডিলিট করতে পারছেন না। দেখুন:



অথচ আজকে অনেক লেখরাই নিজে নিজে বাজে কমেন্টগুলো ডিলিট করেছেন।

যাহোক সবার প্রতি একান্ত অনুরোধ, এ ব্লগটি আমাদের প্রাণের ব্লগ, আমরা সবাই ভালোবাসি এখানে সময় কাটাতে, তাই একে ভালো রাখার দায়িত্বটাও আসুন আমরা সবাই সমানভাবে ভাগ করে নেই।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৬

যায্যাবর বলেছেন: ঠিক জানা নেই কত বড় টিম কত টাকা ব্যয় করে এই সব গার্বেজ মাঠে নামিয়েছে। হে আল্লাহ তুমি আমাদের রক্ষা কর এই শয়তানদের হাত থেকে।

২| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

জগতারন বলেছেন:
ঠিক এরকম করাতে আমরা প্রথম আলো ব্লগ হারিয়েছিলাম।
খারাব মানুষগুলো শয়তানের দোসর, তারা অভিশপ্ত ও ধ্বংস তাদের জন্য অবধারিত।

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪১

যায্যাবর বলেছেন: শয়তান সব সময়ই তার কাজে সচেষ্ট থাকে আর এখন যুক্ত হয়েছে শয়তানের ক্ষমতার সঙ্গে বাড়তি কিছু নোংরা কৌশল।

৩| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

হাসান মাহবুব বলেছেন: নতুন নিকের পোস্ট এবং কমেন্ট মডারেশনে আন হচ্ছে না কেন এত কিছুর পরেও?

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪২

যায্যাবর বলেছেন: হাসান ভাই, সহমত। আপাতত কিছুদিন রেজি: বন্ধ বা রেজি: সময় মোবাইল ভেরিফিকেশন বা কমেন্ট মডারেশনে রাখা উচিত। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে ভাববেন।

৪| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

অদৃশ্য যোদ্ধা বলেছেন: আমি অবাক হয়েছি। কাল একটা ব্লগ লিখার পর আর পিসিতে বসতে পারিনি। আজ ডুকেই দেখি ইসলামী চেতনা নাম দিয়ে খোলা একাউন্ড থেকে অসংখ্য পর্ণ ছবি কমেন্ট করা। এরা আসলে ব্লগটাকে ধ্বংস না করে ছাড়বে না

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৩

যায্যাবর বলেছেন: ভাই আমাদের সবার এখন একটু সচেতন থাকা দরকার। ঐ নোংরা গ্রুপটা অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী বলে মনে হচ্ছে। হয়ত এর পেছনে আরো বড় কেউ রয়েছে। তাই যখন যাদের পোষ্টে এ ধরণের বাজে কমেন্ট দেখবেন তখন তারা তা নিজ দায়িত্বে ডিলিট করে দেবেন।

৫| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৭

হাবিব বলেছেন: নতুন নিক অপেন বন্ধ রাখা সময়ের দাবী

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫

যায্যাবর বলেছেন: স্যার একদম স্যারের মতই বলেছেন। নতুন রেজি: বন্ধ না রাখলে রেজিষ্ট্রেশনের সময় মোবাইল নং বা ভেরিফিকেশনের ব্যবস্থা বা কমেন্ট বন্ধ রাখা উচিত সামুর উপর থেকে যতদিন না এই খাঁড়া সরে না যাচ্ছে।

৬| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মডারেশন প্লিজ যথাযথ ব্যবস্থা নিন।
নতুন আইডির কমেন্ট বন্ধ রাখুন!
এমন কোন এপস নেই- কন্টেন্ট ফিল্টারিং করে অটো ব্লক করবে।
সামুতে পাররে তেমন কিছু সুবিধা যুক্ত করুন।

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪০

যায্যাবর বলেছেন: ভাই সময় সময় অনেক কষ্ট পাই সামুর এমন দৈন্যদশা দেখে। সেই ২০০৬ অথবা ২০০৭ থেকে আমি সামুর সঙ্গে জড়িত। কিন্তু বিশ্বাস করেন এমন নোংরা আক্রমণ কখনও হতে দেখিনি। আজ আমার পোষ্টটিও দেখি ৩৩০০+ ভিউ। এটা কিভাবে সম্ভব? অনেক বড় একটি চক্র এর পেছনে লেগেছে।

৭| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: কি হছে এইসব ব্লগে???
কারা করছে? কেন করছে?

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

যায্যাবর বলেছেন: রাজীব ভাই এত সহজ একটা অংকের হিসাব মেলাতে পারলেন না! সামু জাতিয় স্বার্থ পরিপন্থি বা পর্ণ সাইট তার কিছু কিছু প্রমাণ তারা যোগাড় করছে এসব করে।

৮| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর কফিনে শেষ পেরেক ঠুকবার
পায়তারা করছে কারা? কাদের কি
উদ্দেশ্য হাসিল হবে বুঝিনা

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫

যায্যাবর বলেছেন: ভাই এটা আপনি বুঝতে পারছেন না একজন মিডিয়াকর্মী হিসেবে। আমরা এখন যেকোন মূল্যে আমাদের এ ভাষা চর্চার এবং সুষ্ঠ বিনোদনের মাধ্যমটিকে বন্ধ করে দেয়ার চক্রান্তে ১ নম্বর টার্গেট।

৯| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৯

রাফা বলেছেন: [link|https://www.somewhereinblog.net/blog/zzamanblog/30272622|They told me through email teking action.and new nick is stop right now.কিন্ত এখন আবারো কেউ এটা পরিকল্পিতভাবেই করছে মনে হয়। সামুর প্রতি আমার আস্থা আছে।

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫

যায্যাবর বলেছেন: সামুর প্রতি আস্থা আমারও রয়েছে ভাই কিন্তু আস্থা নেই কিছু কিছু বে....মা...দের উপর। সামু বন্ধ করার জন্য অনেকেই বা একটি গ্রুপ এর পেছনে উঠে পড়ে লেগেছে। রীতিমত যুদ্ধ ঘোষণার মত, যুদ্ধের সময় যেমন ঠিক বেঠিক কিছু থাকে না তেমন নোংরা পলিসি ধরে সামুর পেছনে লেগেছে এখন।

১০| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৫

আকতার আর হোসাইন বলেছেন: নতুন নিক খোলার অপশনটি বন্ধ করার জন্য দু চারদিন আগে আমি পোস্ট করেছিলাম... আর খুললেও তাদের পোস্ট ও মন্তব্য করার সিস্টেম যেন অফ রাখা হয় সেটাও বলেছিলাম...

এবং গতকাল রাতে দেখেছি সামুর ফেবু পেজ থেকে পোস্ট করা হয়েছে এই অপশন বন্ধ করা হয়েছে...

যদি তখন করা হত তাহলে কালকের ঘটনাটি আর ঘটতো না...

যাইহোক... এখন করা হয়েছে... খুশি হলাম.. একটু শান্তিতে ব্লগিং করা যাবে.. মডারেটররা যদি ২৪ ঘন্টার একবারও না আসে তবু সমস্যা হবে না...

ইনশাআল্লাহ আমাদের আজকের দুর্দিন এক সম কেটে যাবে... বসন্ত আবারো আসবে.... ব্লগে নতুন নতুন ফুল ফুটবে... সৌরভ ছাড়াবে প্রতিটি লেখক ব্লগার ও পাঠকের হৃদয়ে...

ইনশাআল্লাহ একদিন....

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫

যায্যাবর বলেছেন: অবশেষে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন, ধন্যবাদ তাদেরকে। ইনশাআল্লাহ আমাদের দুর্দিন অবশ্যই কাটবে একদিন। বসন্ত আবারো আসবে.... ব্লগে নতুন নতুন ফুল ফুটবে... সৌরভ ছাড়াবে প্রতিটি লেখক ব্লগার ও পাঠকের হৃদয়ে...

অবশ্যই অবশ্যই এবং অবশ্যই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১১| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ যায্যাবর, আমার মন্তব্যে অপমানসূচক প্রতিউত্তরের স্ক্রিন শটটি শেয়ার করার জন্য। আসলে সেদিন তার প্রতিউত্তরটি দেখে আমি পুনরায় কমেন্ট করতে চেয়েও থেমে গিয়েছিলাম কারণ কে জানে কোথা থেকে কি হয়। আমি আবার একটু ভীতু টাইপের মানুষ তো।

যাইহোক আপনার লেখাটি ভালো লাগলো। ব্লগের উপর ক্রমাগত এই হামলা প্রমাণ করে যে আমরা সত্যিই বড় একটি যুদ্ধের/ প্রতিবন্ধকতার স্বীকার হয়েছি/হচ্ছি। তবে আপনার কথা মত সবাই যদি নিজ নিজ পোষ্টগুলির লক্ষ রাখেন তাহলে অনেকটা পরিচ্ছন্নতা আসবে।

আর নতুন আইডি ওপেনের বিষয়টাও ভেবে দেখা উচিত। অবশ্য আকতার ভাই বলছেন আপাতত নাকি তা বন্ধ করা হয়েছে। কথাটা শুনে স্বস্তি পেলাম। ধন্যবাদ কর্তৃপক্ষকে এবং আপনাকে।

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

যায্যাবর বলেছেন: ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার মন্তব্যটি এবং তার প্রতিউত্তরটি দেখে আমার খুব খারাপ লেগেছিল এবং কথাপ্রসঙ্গে জানতে পারলাম যে বাজে ছবিযুক্ত কমেন্ট ডিলিট করা যাচ্ছিল, তাই আপনার কমেন্টের প্রতিউত্তরটি দিয়ে একটি উদাহরণ দিয়েছিলাম আর কি।

কর্তৃপক্ষকে ধন্যবাদ অবশেষে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.