নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখব_কি_লিখব_না

লিখব_কি_লিখব_না › বিস্তারিত পোস্টঃ

ছেলেমানুষী

০৩ রা মে, ২০১৬ রাত ৮:২৬

- দোস্ত, জাফর ইকবালের ছেলেমানুষী গল্পটা পড়সস?
- না।
- বলস কি? পড়স নাই। জোস গল্প।
- তাই?
- আরে মামা, এটা হল জাফর ইকবালের ফার্স্ট পাব্লিশড গল্প। সেইরাম গল্প। মানুষের বাচ্চা কেটেকুটে খাওয়ার গল্প।
- ও।
- খালি ও? শুনসস কি বলসি? মানুষের বাচ্চা কেটেকুটে খায়। বাজার থেকে কচি তুলতুলে দেখে বাচ্চা কিনে আনে। তারপর জবাই করে রান্না করে খায়।
- ভাল।
- ভাল কিরে মামা, ভয়াবহ। সুন্দর কইরা বর্ণনা আসে বাচ্চা কেমনে কিনে, কেমনে জবাই করে।
- ও।
- কিরে তুই আজকে এরকম মরা কেন? মন খারাপ?
- না।
- মানুষের মাংস খা, মন ভাল হইয়া যাবে।
- (দীর্ঘশ্বাস)।
- আরে ভাল দেইখা বাচ্চা যোগাড় করি তারপর জবাই কইরা রাইন্ধা খাব। খাবি না?
- না।
- খাবি না কেন? ভাল কইরা মসলা-টসলা দিয়া কশাব। ঝাল দিয়া। তুই ঝাল খাস?
- না।
- তাইলে ঝাল বেশি দিব না। হাল্কা মসলা দিয়া কশাব। দেখবি খাইয়া ভাল লাগবে। খাবি না?
- না।
- হে হে। জানতাম খাবি না। ঘিন লাগে, না?
- না।
- আরে জানি ঘিন লাগে, সবারই লাগে, হে হে।
- ঘিন লাগে না।
- তাইলে খাবি না কেন?
- এমনি।
- হে হে হে। কইলেই হয় ঘিন লাগে। আমারও তো লাগে, তাও মজা নেই সবার সাথে।
- ঘিন লাগে না তো।
- তাইলে বল কেন খাবি না?
- কয়েকবার খাইসি, ভাল লাগে নাই। অনেক শক্ত, হাড় থেকে ছুটানো যায় না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৭

লক্ষ্মীছেলে বলেছেন: - কয়েকবার খাইসি, ভাল লাগে নাই। অনেক শক্ত, হাড় থেকে ছুটানো যায় না।

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.