![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
আশাবাদী মানুষ আমি।
আশা হারায়নি কখনো।ক্ষীন ভরসার জায়গাটুকুতে আশার আশ্রয়স্থল বানিয়েছি আমি।
কিন্তু আজ,এই প্রথম নিজের প্রতি বিশ্বাসটা হারিয়েছি আমি।আশার আশ্রয়স্থলটুকু ভেঙ্গে যাওয়ার উপক্রম।
সত্যিই আমি কপালপোড়া।নইলে মা-বাবা,পরিবার-পরিজন সবাইকে ছেড়ে এতো দূরে আসতে হতোনা আমাকে।
সুন্দর ভবিষ্যত যার সামনে হাতছানি দিচ্ছিল সেই হাতছানি আগ্রাহ্য করে আমি চলেছিলুম ভুল পথে।
কপালপোড়া কিংবা অভাগা বিশেষন গুলো তাই আমার সাথে যায়।
আমার কপালতো সেদিনই পুড়েছে যেদিন প্রিয় ভালোবাসার মানুষটির বিশ্বাসের দেওয়ালে নিষ্টুরতার কুঠার দিয়ে আঘাত করেছিলাম।ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলাম আমার জন্যে জমানো তার সব ভালবাসার রঙ্গিন স্বপ্নগুলোতে।
আমি আসলেই কপালপোড়া।নইলে মুক্তো ফেলে কাঁচ কুড়িয়ে নিতাম না।পঁচা শামুকে পা কেটেছিলাম বলেই আমি কপালপোড়া।
আজ আমার শরীরের ঘামের সাথে চোখের অশ্রুও সমানে ঝরে।রক্ত ঝরে সেই অশ্রুর ফাঁকে ফাঁকে।
আমি আজ অনুতপ্ত।কিন্তু সেই পাপ মার্জনার সুযোগ আমি হারিয়েছি অনেক আগে।
অভিশাপ এখন মহিরুহ হয়ে আমার কাঁধের বোঁঝা।
আমি কপালপোঁড়া একজন!
তোমাদের সমাজের বাইরের কেউ!
©somewhere in net ltd.