![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
দিনটা যেমন তেমন ভাবে ব্যস্ততার মাঝে কেটে যায়।কিন্তু রাতটুকু কেনো জানি আসে সহস্র দুশ্চিন্তার উপলক্ষ হয়ে।
পুরো পৃথিবী যখন ঘুমে বিভোর তখন আমার সাথে চলে নিদ্রাদেবীর অসম যুদ্ধ।ক্লান্তির শেষ সীমা পেরিয়ে আমার শরীর ধীরে ধীরে আত্মসমর্পন করে।নিজেকে সপে দেয় নিদ্রার কোলে।
এইতো প্রতিদিনকার রুটিন।
যে জীবন কখনো আমার কাম্য ছিলোনা,যে জগৎ আমার কাছে ছিলো অসহ্য;নিয়তির কোপে আজ আমি সেই জগতের নিয়মিত বাসিন্দা।
নিয়তি!
হ্যা!নিয়তি আমার প্রধান শত্রু।নিয়তি আমার সুখের অন্তরায়।
হয়তো আমি দুর্বল বলেই নিয়তিকে দোষারোপ করছি।কারণ নিয়তি নিয়ন্ত্রিত হয় মানুষের কর্মফলে।
অস্বীকার করছিনা আমার কর্মফলের দায়।
আমি দায়ী।
আমি দায়ী।
আমি দায়ী।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: বাস্তব।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
বিলুপ্ত প্রায় বলেছেন: নিয়তি নিয়ন্ত্রিত হয় মানুষের কর্মফলে