![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
অসহায় মানুষগুলো শুধু হাহাকার করে।কষ্টে আর্তনাদ করে।
আর তারা হাসে।অট্টহাসি!
সেই হাসিতে থাকে করুণা কিংবা তাচ্ছিল্য কিংবা তৃপ্তি!
কষ্ট দিয়ে তারা তৃপ্ত;আনন্দিত।
কষ্ট পাওয়া মানুষগুলোর আর্তনাদ তাদের আনন্দের খোরাক।
তারা আজ তৃপ্ত!আজ তারা আনন্দিত!
তারা মানুষের মুখোশের আড়ালে লুকায়িত হায়েনা।যুগ যুগ ধরে মনুষ্য সমাজে মনুষ্য ছদ্মবেশধারী এই হায়েনাদের বসবাস।
©somewhere in net ltd.