![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
সন্ধ্যা থেকেই অস্থিরতা শুরু।
রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে অস্তিরতাও বেড়ে চলেছে।নিজেকে মনে হচ্ছে অসুখী আর একাকী একজন মানুষ।
একাকীত্বে অভ্যস্ত মানুষগুলো যখন হঠাৎ করে কারো ক্ষনিকের সঙ্গ পেয়ে যায় তখন ভাবে এই মানুষটি তাকে আর কখনো একাকিত্বে হারাতে দিবেনা।
কিন্তু মানুষ যা ভাবে নিয়তি সবসময় তা হতে দেয়না!
সময়ের সাথে আবারো বুঝতে পারি আমি ভীষণ একা।আবারো একাকিত্বের গভীরে তলিয়ে যাওয়া আমাকে কেউ খুঁজেনি।
যারা বলেছিলো পাশে থাকবে তারা কেউ পাশে থাকেনি।
এই পৃথিবীতে কেউ কারো পাশে থাকেনা।শুধু ক্ষনিকের জন্যে পাশে থাকার অভিনয় করে।
নিপুণভাবে অভিনয় করে!
একবার হারিয়ে যান।
অন্তত একদিনের জন্যে হারিয়ে যান!
আপনার আশেপাশের সেইসব নিপুন অভিনেতাদের অভিনয়ের অন্তরালের বাস্তবতাটুকু খানিকটা হলেও প্রকাশ পাবে!
২| ১১ ই মে, ২০১৬ রাত ২:২০
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম।
ধন্যবাদ।
৩| ১১ ই মে, ২০১৬ ভোর ৬:১০
রুদ্র জাহেদ বলেছেন: ভাল বলেছেন।সবাই কেন যে অভিনয় ভান করতে চায় বেশি!প্যাথেটিক
৪| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৩১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: অভিনয় কীর্তিতেই হয়তো তাদের শান্তি।
ধন্যবাদ।
৫| ১২ ই মে, ২০১৬ রাত ১২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: একাকীত্বে অভ্যস্ত মানুষগুলো যখন হঠাৎ করে কারো ক্ষনিকের সঙ্গ পেয়ে যায় তখন ভাবে এই মানুষটি তাকে আর কখনো একাকিত্বে হারাতে দিবেন--------
আর হানাতে দিবনা আছি সাথে থাকব নিরনন্তর ।
৬| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: পাশে থাকুন!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ রাত ১:০৩
রিপি বলেছেন:
যারা বলেছিলো পাশে থাকবে তারা কেউ পাশে থাকেনি।
এই পৃথিবীতে কেউ কারো পাশে থাকেনা।শুধু ক্ষনিকের জন্যে পাশে থাকার অভিনয় করে।
নিপুণভাবে অভিনয় করে!
ভালো বলেছেন।
একবার হারিয়ে যান।
অন্তত একদিনের জন্যে হারিয়ে যান!
আপনার আশেপাশের সেইসব নিপুন অভিনেতাদের অভিনয়ের অন্তরালের বাস্তবতাটুকু খানিকটা হলেও প্রকাশ পাবে!
এরা অভিনয়ে বেশ পাকা, বেহায়া এবং চরম নির্লজ্জ হয়।
হারিয়ে গিয়ে এদের পাকা অভিনয় দেখার টাইম নাই।
কথা গুলো আপনার ভালো লেগেছে।