![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
তোমাকে মিস করাটাই এখন একটা কঠিন রোগে পরিণত হয়েছে আমার।তোমার অপেক্ষাই ভীষণ রকম ক্লান্ত;ভীষণ রকম বিপর্যস্ত আমি।
তোমাকে মিস করাটাই এখন আমার ভীষণ রকমের প্রিয় একটা কাজ।অবসরে মানুষ অনেক কিছুই করে।আর আমি তোমাকে মিস করি।
আহা!
অন্যান্য সময়েও এই কাজটাই করি আমি।যেমন তারা এখন ঘুমাতে ব্যস্ত।
আর আমি ফেসবুকে তোমাকে নিয়ে লিখছি।
তুমি কখনো লেখাটা পড়বে।ভাববে কাকে নিয়ে লিখলাম!সন্দেহপ্রবণ মনে সন্দেহ দুলে উঠবে কি?
কথা দিচ্ছি সেই সন্দেহপ্রবণতার মাঝেই আমি ভালোবাসা খুজে নিবো।তোমার ভালোবাসাটা যে অনেক বেশী মূল্যবান আমার জন্যে।
তুমি বিশ্বাস করতেই চাইবেনা যে লেখাটা তোমাকে নিয়ে ছিলো।তুমি এখনো ভাবছো লিখাটি আমি তোমাকে ভেবে লিখিনি।
তুমি রাগ করবে কিংবা অভিমান করবে।তোমার রাগ কিংবা অভিমান ভাঙ্গাতে ভালোই লাগে আমার।
ভালোবাসাটা যে রাগ কিংবা অভিমানেই মিশে আছে।
এইতো এই গভীর রাতেও আমি কি যে বকছি।স্বভাব পরিবর্তন হবেনা।জানি তুমি বিরক্ত হবে।বকা দিবে।
ভালোবাসা খুঁজে নিবো কি?
আছে লুকিয়ে তোমার মুচকি হাসির আড়ালেই।আমি কপট দুখী ভাব নিয়ে কান ধরলেই তোমার সেই ভালোবাসা মাখা হাসি প্রকাশিত হবে।
ভালোবাসি।
ভালোবাসা দীর্ঘজীবী হোক।
তোমার অপেক্ষাই।
জয়তু একাকীত্ব।
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ