![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
গল্পের খাতিরে বললাম,আচ্ছা তুই কি কবি?এতো সুন্দর করে ছন্দ মিলিয়ে কথা বলিস কিভাবে?
তোর কথাগুলো শুনতে বড্ড ভালো লাগে আমার।তোর কথাগুলোর মধ্যে কি এক মাদকতা!আচ্ছন্ন করে রাখে আমাকে।
সে হাসলো!আশ্চর্য সুন্দর সেই হাসি।পৃথিবীর কারো হাসি এতো সুন্দর হতে পারেনা।
পুরনো সেই সন্দেহটা আবার মনে মাথাচাড়া দিয়ে উঠলো।
এই মেয়ে নিশ্চয় কোন পরী।ডানাকাটা পরী!কোন পুণ্য কাজ করছিলাম তাই সৃষ্টিকর্তা আমার জন্য পাঠিয়েছে অথবা আঁকাশ থেকে নেমে এসেছে।
পরক্ষনেই নিজের ছেলেমানুষীতে
শব্দ করে হেসে ফেললাম।
আমার হাসি শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকালো।পাগল,তুমি হাসতেছো কেনো?সে জিজ্ঞেস করলো।
আমার হাসিটা আরো বাড়লো।বললাম,কিছুনা।আয়!আকাশ দেখি।চাঁদটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে।চাঁদ অবশ্য আমার পাশেই একটা আছে।
মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি।তোর হাতটা দে তো।
আবার মিষ্টি করে একটা হাসি দিলো।হাতটা বাড়িয়ে দিলো।শক্ত করে হাতটা ধরলাম।
তার মাথাটা আমার কাঁধে রাখলো।
স্বপ্নময় আবেশ।
আমি আর তুমি আকাশ দেখি!
©somewhere in net ltd.