![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
আরেকবার আমার শহরে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই।আরেকবার বাঁচার মতো করে বাঁচতে চাই।
যে সৌন্দর্য্য হয়নি দেখা চোখ ভরে দেখতে চাই।
মৃত্যু!সেতো বিনা নিমন্ত্রনের অতিথী।
মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত মাথা উচু করেই বাঁচতে চাই।
জীবনের অনেক কিছুই দেখা হয়েছে।অনেক কিছুই দেখার বাকি আছে।জীবন,বিশ্বাস,স্নেহ,ভালোবাসার নিত্য নতুন রূপ দেখে হতবাক হয়েছি।
স্বপ্নভাঙ্গার কষ্ট বুকে চেপে অসহায়ের মতো কেঁদেছি।কখনো বা পাগলামিতে মেতেছি।
আবার কখনো হাসিতে মাতোয়ারা হয়েছি।
এই শহরের অনেক কিছুই আমার অচেনা।কারণ এই শহর আমার নয়।আমি এই শহরের কেউ নয়।
এই শহরে আমি আগন্তুক।
সবার দৃষ্টিতেই নগ্ন কৌতুহল।
হিংসা,ঘৃণা,রাগের যুগলবন্দী মানুষগুলো।
ঘৃণা করি।
স্নেহময়ী মানুষগুলো আমার অপেক্ষাই পথ চেয়ে আছে।
আমি তাদেরকে অপেক্ষাই রেখেছি।অপেক্ষা মানুষের মায়া,স্নেহ বাড়াই।সবিতো আমার জন্যেই।
বাড়ুক।
আমি আসবো কোনো একদিন।
২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: কিছুইনা
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৫
মাহফুজ ই এলাহী জামি বলেছেন: