![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
আমি গল্প লিখি;
কথাগুলো ডানা মেলে উড়াল দেয়।
আমি লিখতে চাই কাব্য;
ছন্দহীন শব্দমালা হাহাকার করে।
আমি কবিতার পংক্তি নিংড়ে আবেগের ফোয়ারা ছোটাই। ভীষণ ক্রোধে সেই পংক্তিমালা আমাতেই দংশন করে।
ভীষণ চেনা সুর যখন অচেনা গানে রূপান্তরিত হয়; নির্বাক আমি তাই শ্রবণে ধন্য হই।
আমি যে বেদনার বিষম দংশনে দংশিত এক অপ্রত্যাশিত ছায়া।
আমাতে ভয় নেই!ভয় নেই!!ভয় নেই!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহর উপর ভরসা রাখুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভরসা তো সর্বদাই অটুট।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তৃতীয় লাইনে একটা টাইপো আছে। "চাই" হবে বোহহয়। বাকিটুকু সুন্দর!