![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
সুখের আশাতেই হোক কিংবা উচ্চাকাঙ্খা! বদলে যাওয়াটা তো মানুষের স্বভাব! কি আসে যায় যদি সেটা হয় দীর্ঘ সময় কিংবা যোগাযোগের অভাব!
সে যখন চলে যাচ্ছিলো তখন তখনো খুব করে বলতে ইচ্ছা করছিলো, "মায়াবতী, যেয়োনা। তুমি যেমন চাও তেমনি হবে। যেভাবে চাইবে সেভাবেই হবে।"
কিন্তু বলতে পারিনি। কোথায় যেনো আটকে যাচ্ছিলাম বারবার!
সে আমাকে ছেড়ে ভালো থাকবেনা এটুকু তো জানতাম। কিন্তু আমি সাথে থাকলেও যে সে ভালো থাকেনা এটাও বুঝি।
তাই যেতে দিলাম ওকে।
তার নিয়তির সাথে।
তার স্বাধীনতা ফিরিয়ে দিলাম নিজের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করে। মনে দহন হচ্ছিলো। রক্তক্ষরণ হচ্ছিলো অঝোরে। কিন্তু আমি শান্ত ছিলাম।
সে চলে গেলো।
আমার সুখের অস্তিত্বে কুঠারাঘাত করে!
তবুও মন আশার খড়খুঁটো আঁকড়ে ধরে জিইয়ে রাখে স্বপ্নগুলো।
মায়াবতী তুমি ভালো থেকো।
২| ১১ ই জুলাই, ২০২১ রাত ৩:০৮
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১০
কল্পদ্রুম বলেছেন: কিছু সম্পর্ক হলো শাঁখের করাতের মত। ভালো লাগলো পড়ে।