![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
অধিকারহীন এই ভালোবাসা শুধু বিরহের স্বাদ দেই।
ভালোবাসা সেখানে কোথায়?
এক নজর দেখার মধ্যে যে ভালোবাসা সেই অনুভূতি থেকে বঞ্চিত এক জীবন্ত আত্মা।
সারা দুনিয়ার অধিকার আর বঞ্চিত আত্মার হাহাকার!
ভালোবাসা কোথায়?
এই নগরে শুধু জিদ আর রাগের চর্চা হয়; তবে তাই হোক।
ভালোবাসা তো শুধু মুখের বুলি নয়; কাজেই তা শুদ্ধ হোক।
ভালোবাসার প্রাপ্তি হলে পুরোটাই হোক।
অন্যথায় থাকুক বিরহ নিয়ে যেমন থাকে অপ্রাপ্তির অসুখ।
ভালোবাসা ভালো থাকুক।
০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালোবাসা শুদ্ধ এই কামনা। ধন্যবাদ উৎসাহপূর্ণ মন্তব্যের জন্যে।
২| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৭
অক্পটে বলেছেন: কবিতা পড়ে নীচের গানটিই বারবার মাথায় ঘুরছে।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে।
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে
বাতাসে প্রবাদ আর আকাশেআদিম ধ্রুবতারা
কিচ্ছু চাইনা আমি... আজীবন ভালোবাস ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো। শুদ্ধ ভালোবাসার অভাব পড়েছে। শুদ্ধ ভালোবাসার চর্চা শুরু হোক সমাজে এই কামনা করছি।