![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
মানুষ যেটাকে এক্স, ওয়াই, জেড বলে চালিয়ে দেই, আমি সেটাকে প্রিয় অতীত বলি।
কারণ ওই অতীত আমার জীবনের অনেক অপরিণত চিন্তা-ভাবনাকে পরিপূর্ণতা দান করেছে। ভবিষ্যতের জন্যে আমি কতোটা প্রস্তুত সেই শিক্ষা আমি পেয়েছি আমার প্রিয় অতীতটা থেকে। বুঝতে শিখেছি আমি মানুষটা কতোটা কি করতে পারি শুধু ইচ্ছার জোরেই!
কতো মানুষের জীবন বদলাতে পারি শুধু ইচ্ছাশক্তির জোরেই!
একসময় নিজেকে সামাজিকতা বিবর্জিত আবেগ-অনুভূতিসম্পন্ন রোবট ছাড়া আর কিছুই মনে হতোনা। মেশিনের মতো কাজ করতাম আর নিজেকে নিয়ে মগ্ন থাকতাম।
সেই আমি এখন বুঝি আমি কতোটা মিশতে পারি মানুষের সাথে। এখন আমি কোনো পিচ্ছির কাছে বড়ো ভাইয়া আর কারো কাছে অতীত নিয়ে থাকা সব অভিযোগ জমা দেওয়ার আস্ত একটা অভিযোগের বাক্স! আবার কারো কাছে সবকিছু শেয়ার করার মতো বিশ্বস্ত একজন বড়ো ভাই!
এসব কিছুই আমার প্রিয় অতীতটার কারণেই বুঝতে শিখেছি।
জীবনটা দুই দিনের! কি দরকার মনে এতো অভিযোগ রেখে তিল তিল করে নিজেকে নিঃশেষ করার? যার জন্যে আপনার এতো কষ্ট, দুঃখ একটু খোঁজ নিলে দেখবেন তার চিন্তাতেও আজকাল আপনার বসবাস নেই। অতীতের পাতাটা খুললেই দেখবেন সেখানে এখন নতুন কারো ঘর; নতুন কারো অস্তিত্বের প্রলেপে আপনি বিস্মৃতপ্রায়!
অভিযোগ জমতে জমতে পাহাড়-সমান হয়ে যায় বলেই আপনার কষ্ট হয়! আপনার মনে যতোদিন অভিযোগ থাকবে মানুষটাকে নিয়ে ততোদিন আপনি ভুগবেন যন্ত্রনায়!
তারচেয়ে বরং অভিযোগের বাক্সটা ছুড়ে ফেলুন মন থেকে। কোনো অভিযোগ রাখবেন না মনে।
বরং ভাবুন সেই অতীত আপনাকে কি শিখিয়েছে! আপনাকে কতোটা বাঁচার উপযোগী করে তুলেছে!
অনেকেই একজনকে ভুলার জন্যে হুট করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে! কখনোই এটা ভাববেন না যে মনে একজনকে রেখে জীবনে নতুন কাউকে আনলেই আপনি অতীত ভুলে যেতে পারবেন! এটা পুরোপুরি ভুল। এতে শুধু শুধু আরেকটা মানুষের জীবন নষ্ট করা হবে। আপনার সাথে যা হয়েছে সেটা যাতে অন্য কারো সাথে না হয় এটুকুই প্রার্থনাতে রাখবেন! খেয়াল রাখবেন আপনি নিজেও যেনো কর্পোরেট মানুষ তৈরীর কারখানাতে পরিণত না হন! তারচেয়ে বরং সময় নিয়ে নিজেকে নিজে শক্ত করুন। মানসিকভাবে প্রস্তুতি নিন।
তারপর নাহয় ভবিষ্যত নিয়ে ভাবলেন!
ভুল তো মানুষেরই হয়। জীবনের কোনো না কোনো সময় করা ওই ভুল আপনাকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটাই হয়তো আপনার শ্রেষ্ঠ প্রাপ্তি। অন্তত জীবনে দ্বিতীয়বার ভুল করার আগে তো দশবার ভাববেন!
প্রাপ্তি হিসেবে এটাই বা কম কিসে?
আপনার হাজার আকুতিতেও যে বুঝেনা মুছে ফেলুন তাকে মন থেকে। নিজের পুরোটা দিয়ে চেষ্টা করা স্বত্ত্বেও যখন ব্যর্থতাই পাওনা হয় তখন সরে দাড়ান যে জায়গাতে দাড়িয়ে আপনি ভুল করেছেন! সিদ্ধান্তু ভুল ছিলো।আপনি ভুল ছিলেন।
এতোসব ভুলের শিক্ষা একটাই। অব্যাহতি নিন।
চেষ্টা করুন সবকিছু পজিটিভ ভাবে নেওয়ার। নতুন লক্ষ্য ঠিক রেখে নিজেকে ব্যস্ত রাখুন। বেঁচে থাকার চেষ্টা করুন হাসিমুখে। সব অভিযোগের ভার থেকে মুক্তি দিন নিজেকে। মুক্ত করে দিন তাকেও যে আপনাকে ভুলেছে নতুনের ভিড়ে। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়।
আপনিও ভালো থাকুন..
নতুন একটি সূর্যোদয়ের অপেক্ষায়।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: অতীত আমাদের শিখাই। পরিণত করে। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: যারা অতীত থেকে কিছু পাথেয় অর্জন করেনা, তারা ভবিষ্যৎ নির্ধারণে ভুল পথে অগ্রসর হয়।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: কারণ অতীত তাদের কিছু শিখাতে ব্যর্থ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীতের শিক্ষা থেকেই ভবিষ্যতের চলার পথ ঠিক করতে হয়।