![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।
এই জীবনে যে যাকে চায় তাকে পেয়ে গেলেই তো হয়! এতো যন্ত্রনা, এতো হাহাকার চারিদিকে; শুধু ওই নিজের একটা মানুষকে পেয়ে হারানোর!
পেয়ে গেলে হয়তো মানুষগুলো না হতো কবি আর না হতো দরদী শিল্পী।
বিরহে না গাইতো গান
আর না লিখতো পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে হেরে যাওয়ার আখ্যান!
অমাবস্যা যখন নামে তখন চারিদিক অন্ধকার করেই নামে।
বাহারি মোমবাতির সমাহারে তোমার উঠোনটা যখন আলোকিত,
নিঃস্ব কবি তখন অন্ধকার ঘরে তোমার বিরহ যন্ত্রনায় অভিশপ্ত।
এই তো সেদিন তোমাকে পাওয়ার খুশীতে যে পাগল হয়েছিলো সিক্ত;
সেও আজ তোমাকে ভুলে যাওয়ার আকুতিতে খোদার দরবারে হয়েছে নত।
একটা তোমাকে পেয়ে হারানোর যন্ত্রনার যে ক্ষত;
আরো অনেকগুলো দিন হয়তো পোড়াবে তা অবিরত।
©somewhere in net ltd.