নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত পথিক

জাহিদ জুয়েল

নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।

জাহিদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা!!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ী

রাস্তায় দাঁড়িয়ে একলা আমি।



ব্যস্ত রাস্তায় খুজি তাকে

হারিয়েছি যাকে অনেক আগে।



ভোরের শিশির হয়ে আসবে সে

হয়তো কোন সবুজ মাঠে,

বলাকা বাসের জানালা দিয়ে

হয়তো সে ডাকবে আমাকে।



ক্লান্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলে

আসবে সে নদীর জলে।

কোন এক গোধূলি লগ্নে

আসবে সে চায়ের কাপে।



মাঝ রাতে সপ্নের ঘোরে

হয়তো আসবে সে গল্প শোনাতে,

কোন এক ছুটির সকালে

হয়তো আসবে সে চিলেকোঠার কোনে।



আসবে যখনি পাবে আমায়

আছি শুধু তোমারি অপেক্ষায়!!



জাহিদ জুয়েল

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

সাঈদ অমি বলেছেন: আসবে যখনি পাবে আমায়
আছি শুধু তোমারি অপেক্ষায়!!!
8-| ভালো লাগলো লাইনটা ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

জাহিদ জুয়েল বলেছেন: আমার ও ভাল লাগল জেনে যে, আপনার ভাল লেগেছে লাইনটা।
ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

এমএম মিন্টু বলেছেন: হয়েছে হয়েছে অসাধারন লেখা হয়েছে ভাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

জাহিদ জুয়েল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

জাহিদ জুয়েল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

ফ্‌জলূল করিম বলেছেন: ক্লান্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলে।।।।।।।।।।।।।।।আসবে সে চায়ের কােপ ।খুই ভাল লাগল কবি দাদা।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

জাহিদ জুয়েল বলেছেন: পড়ন্ত বিকেলে চায়ের দাওয়াত থাকল।

তুলসী পাতার চা। আসবেন কিন্তু দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.