নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত পথিক

জাহিদ জুয়েল

নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।

জাহিদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

হতবাক !!!!!!!!!!!!

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩





আমি চাই নি এমন আনন্দের দিনে এই পোষ্টটা দিতে , কিন্তু ছবিটা দেখে খুব খারাপ লাগল !!!!!!

আনন্দ আমিও অনেক করেছি গতকাল, কিন্তু এভাবে আনন্দ করতে গিয়ে যদি মুল্যবান কিছু ধ্বংস করে ফেলি ????



একটু ভাবা দরকার !!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৪

যোগী বলেছেন:
ব্যাপারটা আমিও খেয়াল করেছি। থাপড়ায়া ঐ ব্যাটারে ঐখান থেকে নামানো দরকার।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১২

জাহিদ জুয়েল বলেছেন: মাস তিনেক কি চারেক আগে প্রথম আলোতে টপ পেজে এই ভাস্কর্য নিয়ে নিউজ ছাপা হয়েছিল যাতে লেখা ছিল রং পরিবর্তন করতে গিয়ে আসল সুন্দরয্য নাকি হারাচ্ছে্‌, .........

সেদিন বুজতে পারছিলাম আসলে কত কারিগরের মাহত্ম্য।

যে ওইটার উপরে উঠছে সে হয়তো এভারেস্ট জয় করার মত কিছু করে ফেলছে এই ভাব নিয়া পোজ দিছে
কিন্তু সে নিজেও জানে না কাজটা কত খারাপ করেছে।
বিষয়টা জানানো দরকার , তা না হলে পরবর্তীতে অন্য কেউ ও করবে।

২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

মাঘের নীল আকাশ বলেছেন: আনন্দে আমরা বরাবরই সীমা-লংঘনকারী!

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭

জাহিদ জুয়েল বলেছেন: হম.......

৩| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বেচারা আনন্দে খেই হারিয়ে ফেলেছে । :( ওদের আনন্দ দেখে ভাল লাগছে ।এরকম করলে স্থাপত্য গুলো ভেঙ্গে যাবে দ্রুত । আনন্দের আতিশয্যে ক্ষতিকর কর্মসূচী অবশ্যই পরিত্যাজ্য ।

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

জাহিদ জুয়েল বলেছেন: আনন্দের আতিশয্যে ক্ষতিকর কর্মসূচী অবশ্যই পরিত্যাজ্য

যতারথ বলেছেন সেলিম আনোয়ার ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.