নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঘের গর্জন

জেনিস মাইকেল সিকদার

দেশ কে ভালোবাসা কি অপরাধ?

জেনিস মাইকেল সিকদার › বিস্তারিত পোস্টঃ

হায় রে শেয়ার বাজার

২৬ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৩

ভারতের চন্দ্রযান২ বানাতে খরচ পড়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। আর আমাদের শেয়ার বাজার থেকে ১৫ দিনেই লোপাট হলো ২৭ হাজার কোটি টাকা! দেশে ন্যায় নিষ্ঠ একটি সরকার ব্যবস্থা থাকলে আর এরকম খুল্লাম খুল্লা দূর্নীতি রোধ করা গেলে বাংলাদেশ এই টাকায় ২৭ বার চন্দ্র জয় করতে পাড়তো।

সরাসরি বিনিয়োগ কারী ছাড়া দেশের মানুষের এতে কিছু যায় আসেনা। তাদের পকেট থেকে তো আর দুই আনা যায়নি। কিন্তু এর ভরপায় যে সাধারণ মানুষের থেকেই করা হবে তা ভেবে দেখবেন কয়জন?

আগেও এর থেকে বড় বড় লোপাট করেও তারা পাড় পেয়ে গেছে। ২৭ হাজার কোটি টাকা লোপাট অথচ ২ কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাবার কারণে সাবেক প্রধানমন্ত্রী, একজন বয়োবৃদ্ধ মা জেলের মধ্যে। হল মার্ক, শেয়ার বাজার ধস, ব্যাংকের ভল্টে রাখা সোনা তামা, পাথর চুরি, রিজার্ভ ফান্ড চুরি, সম্প্রতি ২৭ হাজার কোটি টাকা লোপাট! আর দেশের মানুষ মেতে আছে গুজবে নিরীহ মা-বাবাকে মারতে। আর কত ঘুমাবেন?

#WakeUpBangladesh

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


লপোাটের ম্যাকানিজমটা লজিক্যালী বর্ণনা করতে পারবেন? বুঝতে চাই টাকাটা কোথায় গেলো, শেয়ারূলো কারা কিনলো?
কোন কোন কোম্পানীর শেয়ারের দাম কমে যাওয়ায় ২৭ হাজার কোটী টাকা ক্যাপিটেলাইজেশন কমলো?

২| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


শোয়র মার্কেটে ভারতের চন্দ্রযান বিক্রয় হয় না, ওখানে শেয়ার ও অফশান ক্রয়বিক্রয় হয়।

৩| ২৬ শে জুলাই, ২০১৯ ভোর ৪:২০

কালো যাদুকর বলেছেন: ওইটা বুঝলেত হইতো ই। তবে এর আগেও মার্কেট লোপাট গেছে, আবার হবে। কষ্ট করে জমানো টাকা শেয়ার বাজারে না খাটানো ই যুকিজুক্ত মনে করি।

৪| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: শেয়ার লস হয়েছে ভালো হয়েছে। শেয়ার না কিনে , সেই টাকা দিয়ে ব্যবসা করে পরিশ্রম করে ভালো কিছু করা সম্ভব।

৫| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভের কারণে একটু দাম কমলেই মানুষ আবার বিনিয়োগ করা শুরু করে। অথচ যারা আগের বার বের হয়ে এসেছে তারা এখন একটু শান্তি পাচ্ছে...

৬| ২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেয়ার বাজারে বিনিয়োগ বা শেয়ার কিনার আগে কোম্পানি সম্পর্কে খুজখবর নেওয়া উচিত। গুজবে কান দিয়ে ১০ টাকার শেয়ার ২০০ টাকা দিয়ে কিনলে লস ত হবেই।

২০০৮-০০৯ এর দিকে একবার আমাদের ঐদিকে ১ টাকার কয়েন ৫ টাকা, ১০ টাকা এমনকি ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
বিভিন্ন গুজবে বিশ্বাস করে কেউ কেউ হাজার হাজার টাকা বিনিয়োগ করে ১ টাকার শতশত কয়েন জমা করে ধরা খেয়েছিলো।
১ টাকার কয়েনের মূল্য ১ টাকাই। এখন হঠাৎ দাম বাড়ার গুজব শুনে, কেউ ৫ টাকা দিয়ে কিনলে( ১০ টা বিক্রির আশায়) দায় কার?

লোপাট বন্ধে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার করণীয়:
নতুন নতুন কোম্পানিগুলোকে যাচাইবাচাই করে মার্কেটে শেয়ার বিক্রির এক্সেস দেওয়া। যাতে রাজনীতিবিদদের রেফারেন্সে মার্কেটে ঢুকে কোটি কোটি টাকা নিয়ে যেতে না পারে।
গুজব সৃষ্ট হলে বিনিয়োগকারীদের সচেতন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.