নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
সাপ লুডু
জসিম উদ্দিন জয়
জীবন মানে এক সাপ লুডু খেলা,
মরিচিকায় ডুবে যায় স্বপ্নের ভেলা।
ক্ষনিকের জমে উঠা জীবনের মেলা,
ফুরাই এ- জীবন বেলা -অবেলা।
তবুও মানুষ
স্বপ্নের সারথি চড়ে চাদের রথে,
সাজায় দিন রঙীন জীবনের পথে।
ভুল পথ ভুল মানুষের খপ্পরে
কখনো কারো আজন্ম সর্বনাস,
খেলিছে বিশ্ববাসী ভাগ্যের পরিহাস।
কখনও কারো জীবন তাসের ঘর,
সাপলুডু জীবন কখনও বিষের নর।
যেখানে সাজানো হয় না কিছু,
নিষিদ্ধ অন্ধকার নেয় তার পিছু ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ জীবনঘনিষ্ট কবিতা। ভাল লেগেছে।