![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
-------------
কতদিন হয় চোখে আর আমি দেখি না কিছুই। চোখের উপরে আলগা লাগিয়ে নিয়েছি প্ল্যাস্টিকের চোখ। ককটেল, বোমা, আগুনের লেলিহান আর দাহ্য করতে পারে না আমার সে দু’চোখ। মনের উপরেও লাগিয়ে দিয়েছি গাঢ় কালারের সিনথেটিক এনামেল পেইন্ট। কোন কিছুই আমার ব্রেইনে আজ রেখাপাত করে না মোটেই। আমি ক্রমশ মৃত এক বিলুপ্তপ্রায় মানুষ; অন্ধ চোখ নিয়ে ফ্লোরেসেন্ট আলো জ্বালিয়ে একা বসে আছি একুশ তলা ফ্ল্যাটের গুহায়।
-------------
©somewhere in net ltd.